Immunity Boosting Foods: ভিটামিন ডি আর ক্যালসিয়ামে ভরা, হাড় শক্ত করতে এই ৫ খাবার থাকুক পাতে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সময় থাকতেই সাবধান হন। আর খদ্যতালিকায় রাখুন এই ৫ ধরনের খাবার
advertisement
উত্তর একটাই, আপনার শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। আর এই দুটো কম হলেই অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে। সূর্যালোক থেকে যদিও ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করে, কিন্তু সেটুকুই যথেষ্ট নয়। আপনার কাঁধে অনেক কিছুর ভার, তাই হাড় শক্ত না হলে যে ভারী বিপদ। সময় থাকতেই সাবধান হন। আর পাতে রাখুন এই ৫ খাদ্যরত্ন।
advertisement
দুধ হ্যায় ওয়ান্ডারফুল, এই বিজ্ঞাপনী গানটা শুনেছেন নিশ্চয়ই? একদম খাঁটি কথা। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মিটিয়ে হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি বাড়ানোয় দুধের জুড়ি নেই। তা ছাড়া দুগ্ধজাত অন্যান্য জিনিস যেমন ঘি, ছানা এগুলোও ভাল। তবে আপনি যদি ল্যাকটোজেন ইনটলারেন্ট হন, অর্থাৎ আপনার দুধে অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






