Imitation Pola Jewllery: পলার জুয়েলারি এখন দারুণ ‘ইন’, দামে দারুণ কম অথচ গা ভর্তি গয়না হবে নিমেষে, কোথায় পাবেন রইল সুলুক সন্ধান

Last Updated:
Imitation Pola Jewllery: শীতকালে বিয়ের মরশুমে প্রচুর চাহিদা পলার জুয়েলারির! দাম কত জানেন? বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মানানসই বিভিন্ন কালারের পলার আংটি ও পলার হার যা বেশ মুগ্ধ করছে মহিলাদের।
1/5
: শীতকাল মানে বিয়ের মরশুম।আর এই বিয়ের মরশুমে দুই একটা নিমন্ত্রণ আপনিও পেয়েছেন নিশ্চয়ই? এই বিয়ের মরশুমে কোন জুয়েলারি দিয়ে নিজেকে সাজাবেন?প্রত্যেকেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে শো-স্টপার হয়ে উঠতে চান। তাই বর কনে ছাড়াও অনেক ধৈর্য্য নিয়ে এদিন সেজে ওঠেন কনে কিংবা বরের বান্ধবী কিংবা আত্মীয়রা। বিয়ের কনে এই বিশেষ দিনে সোনা দিয়ে সেজে ওঠেন।
: শীতকাল মানে বিয়ের মরশুম।আর এই বিয়ের মরশুমে দুই একটা নিমন্ত্রণ আপনিও পেয়েছেন নিশ্চয়ই? এই বিয়ের মরশুমে কোন জুয়েলারি দিয়ে নিজেকে সাজাবেন?প্রত্যেকেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে শো-স্টপার হয়ে উঠতে চান। তাই বর কনে ছাড়াও অনেক ধৈর্য্য নিয়ে এদিন সেজে ওঠেন কনে কিংবা বরের বান্ধবী কিংবা আত্মীয়রা। বিয়ের কনে এই বিশেষ দিনে সোনা দিয়ে সেজে ওঠেন।
advertisement
2/5
তবে বিয়ে বাড়িতে আসা আত্মীয় পরিজন সকলেই তো আর সোনা পড়ে আসেন না। সোনার বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ইমিটেশনের গয়না তাই বিয়ের মরশুমে ব্যাপক পরিমাণে বাজারে বিক্রি হয়।
তবে বিয়ে বাড়িতে আসা আত্মীয় পরিজন সকলেই তো আর সোনা পড়ে আসেন না। সোনার বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ইমিটেশনের গয়না তাই বিয়ের মরশুমে ব্যাপক পরিমাণে বাজারে বিক্রি হয়।
advertisement
3/5
এই ইমিটিশনের গয়নার মধ্যে বর্তমানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে পলার আংটি কিংবা হার। বর্তমানে ভীষন ট্রেন্ডিংয়ে চলছে এই পলার আংটি ও হার। বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মানানসই বিভিন্ন কালারের পলার আংটি ও পলার হার যা বেশ মুগ্ধ করছে মহিলাদের।
এই ইমিটিশনের গয়নার মধ্যে বর্তমানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে পলার আংটি কিংবা হার। বর্তমানে ভীষন ট্রেন্ডিংয়ে চলছে এই পলার আংটি ও হার। বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মানানসই বিভিন্ন কালারের পলার আংটি ও পলার হার যা বেশ মুগ্ধ করছে মহিলাদের।
advertisement
4/5
যদিও ঐতিহ্যগতভাবে লাল প্রবাল দিয়ে পলা তৈরি হতো আগে। তবে এখনকার পলার গয়নায় ব্যবহৃত হয় উন্নতমানের প্লাস্টিক। তবে শুধু লাল রংয়ের নয় এই পলার মধ্যে এসেছে , সাদা, হলুদ, আকাশি, গোলাপি, কমলা, সবুজসহ নানা রং।
যদিও ঐতিহ্যগতভাবে লাল প্রবাল দিয়ে পলা তৈরি হতো আগে। তবে এখনকার পলার গয়নায় ব্যবহৃত হয় উন্নতমানের প্লাস্টিক। তবে শুধু লাল রংয়ের নয় এই পলার মধ্যে এসেছে , সাদা, হলুদ, আকাশি, গোলাপি, কমলা, সবুজসহ নানা রং।
advertisement
5/5
পলা দিয়ে তৈরি করা হচ্ছে বৈচিত্র্যময় ডিজাইনের নেক পিস, কানের দুল ও আংটি। এমনই বৈচিত্র্যময় পলা ও পলা দিয়ে তৈরি গয়না বিক্রি করছেন তুলি সাহা। তিনি জানান পলা দিয়ে তৈরি মালা, কানের দুল, আংটি বিভিন্ন ধরনের জুয়েলারি এখন এই বিয়ের মরশুমে ভীষণ চাহিদা। এই পলার মালা বা নেকলেস গুলোর দাম ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায় অন্যদিকে পলার আংটি গুলো ৩০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়। Input- Piya Gupta
পলা দিয়ে তৈরি করা হচ্ছে বৈচিত্র্যময় ডিজাইনের নেক পিস, কানের দুল ও আংটি। এমনই বৈচিত্র্যময় পলা ও পলা দিয়ে তৈরি গয়না বিক্রি করছেন তুলি সাহা। তিনি জানান পলা দিয়ে তৈরি মালা, কানের দুল, আংটি বিভিন্ন ধরনের জুয়েলারি এখন এই বিয়ের মরশুমে ভীষণ চাহিদা। এই পলার মালা বা নেকলেস গুলোর দাম ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায় অন্যদিকে পলার আংটি গুলো ৩০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়। Input- Piya Gupta
advertisement
advertisement
advertisement