ইলিশের গন্ধে ম ম বাজার...! যে যা বলছে বলুক, যতই ইচ্ছে করুক! ইলিশ ছুঁয়েও দেখবেন না এঁরা, নয়তো বিপদের শেষ থাকবে না!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Ilish Side Effects: ইলিশ মাচের প্রচুর খাদ্যগুণ-ও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইলিশ মাছ সবার জন্য নয়। জেনে নিন কারা ভুলেও ইলিশ খাবেন না--
ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া মুশকিল। সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশের টক, বেগুন ইলিশ আরও কত রকমের ইলিশের পদ রান্না করতে পারে বাঙালি তা গুনে বলে শেষ করা যাবে না। বর্ষাকালে ইলিশের পদ সহকারে রসনা তৃপ্তি করতে ভালোবাসেন মাছে ভাতে থাকা বাঙালি। ইলিশে রয়েছে প্রচুর খাদ্যগুণ। যার ফলে ইলিশ অনেক রোগের উপশমকারী। তবে এর পাশাপাশি ইলিশ সবারই খাওয়া উচিত না।
advertisement
১০০ গ্রাম ইলিশে ২১.৮ গ্রাম প্রোটিনের সঙ্গে প্রচুর পরিমাণে রয়েছে শরীরের জন্য অত্যন্ত উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ইলিশে খনিজ লবণ রয়েছে। তার মধ্যে অন্যতম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকায় ইলিশ মাছ খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইলিশের খাদ্যগুণ সম্পর্কে নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক জানান, 'ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। ইলিশে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ইলিশে খনিজ লবণ রয়েছে। তার মধ্যে অন্যতম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এছাড়াও ইলিশ ভিটামিন এ-র উৎস। কিন্তু যাদের অ্যালার্জির বা গ্যাসের সমস্যা রয়েছে তারা ইলিশ থেকে দূরে থাকুন।'
advertisement
কিন্তু কারা ইলিশ খাবেন না? বিশেষজ্ঞরা জানান, যাঁদের অ্যালার্জি বা গ্যাসের সমস্যা রয়েছে, তাঁরা ইলিশ থেকে দূরে থাকুন। অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা নেটওয়ার্ক ইন্ডিয়া (AANI)-এর মতে, অনেকের ক্ষেত্রেই ইলিশ খেলে শ্বাসের সমস্যা, গায়ে গোটা বেড়ানো, নাক দিয়ে জল, অবিরল হাঁচি, পেটে খিঁচ ধরা, গায়ে জ্বালা ভাব তৈরি হওয়া, ফোঁড়ার মত সমস্যা হতে পারে।
advertisement
advertisement
