এক সিগারেটে কতটা 'আয়ু' কমে? দিন, মাস না বছর...? কতটা 'এগোলেন' মৃত্যুর দিকে? চমকাবে এই গবেষণা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Smoking: ধূমপান নীরবে ধ্বংস করছে লক্ষ লক্ষ মানুষের জীবন। গবেষণা বলছে, প্রতিদিন মাত্র একটি সিগারেট খেলেও আয়ু কমে যায়! কত আয়ু কমছে রোজ সিগারেট পিছু? জেনে নিন।
ধূমপান—এই একটাই অভ্যাস নীরবে ধ্বংস করে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন। এক মুহূর্তের তৃপ্তির জন্য ধোঁয়ার কুণ্ডলী গিলে নেওয়া, আসলে কি শুধুই অভ্যাস, নাকি এক ভয়ঙ্কর আসক্তি? সিগারেটের ধোঁয়া শুধু ফুসফুসেই নয়, জীবন থেকেও কেড়ে নিচ্ছে মূল্যবান সময়! কিন্তু কখনও ভেবেছেন, মাত্র একটা সিগারেট আপনার আয়ু ঠিক কতটা কমিয়ে দিতে পারে?
advertisement
advertisement
advertisement
advertisement
একটি গবেষণা বলছে, প্রতিদিন মাত্র একটা সিগারেটই কমিয়ে দিতে পারে আপনার আয়ু! কলকাতা অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজিস্ট, ডাঃ অমিতাভ ঘোষ বলছেন, "ধূমপানের ফলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, যা হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের নানা জটিলতা তৈরি করতে পারে। প্রতিদিন মাত্র একটি সিগারেট খেলেও এর ক্ষতিকর প্রভাব শরীরে পড়ে। তাই যত দ্রুত সম্ভব ধূমপান ছেড়ে দেওয়া উচিত।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement