Identify Real Honey vs Fake: সুন্দরবনের মধু বলে দিয়েছে ঠকিয়ে, দাম দিয়ে কেনা মধু খাঁটি কি না তা বুঝবেন কী করে? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Identify Real Honey vs Fake: সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য থেকে সংগৃহীত এই বনমধু খলিশা, গরান, কেওড়া ও বাইনের ফুলের নির্যাসের এক বিশেষ সংমিশ্রণ। হালকা সোনালি রঙ, টক-মিষ্টি ভারসাম্য ও প্রোটিনযুক্ত 'গাদ' এর খাঁটিত্বের পরিচয়
সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্যের বুক থেকে উঠে আসে এক অনন্য উপহার — খাঁটি বনমধু। খলিশা, গরান, কেওড়া ও বাইনের ফুলের নির্যাস মিশে তৈরি হয় এই মধু, যা কেবল মিষ্টি নয়, এক বিশেষ ঘ্রাণ ও স্বাদের অভিজ্ঞতা দেয়। ফুলের প্রাকৃতিক রস ও বনের স্যাঁতসেঁতে বাতাস মিলে এই মধুকে করে তোলে অন্য সব মধুর থেকে আলাদা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
