Home Decor: শুরু উৎসবের মরশুমের; নরম আলোয় ছিমছাম সজ্জায় সাজিয়ে তুলুন নিজের ঘরটিকেও
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
আসলে বেডরুম হল সবথেকে আরামের জায়গা। যেখানে একবার এলিয়ে পড়লে সমস্ত চিন্তা-চাপ যেন উধাও হয়ে যায়। তাই বেডরুমের সাজসজ্জা হওয়া উচিত ছিমছাম।
advertisement
আসলে বেডরুম হল সবথেকে আরামের জায়গা। যেখানে একবার এলিয়ে পড়লে সমস্ত চিন্তা-চাপ যেন উধাও হয়ে যায়। তাই বেডরুমের সাজসজ্জা হওয়া উচিত ছিমছাম। যাতে একটা সুন্দর আবহ তৈরি হয়। নিজের সাধারণ বেডরুমটাকে অসাধারণ করে তোলার জন্য বেছে নেওয়া যেতে পারে ছিমছাম ডিজাইনের কিছু আলো। এতে ঘরে একটা উষ্ণ বাতাবরণ বজায় থাকবে। ঘর ছেড়ে আর বেরোতেই ইচ্ছা করবে না।
advertisement
advertisement
Lyse Decor Wooden Decorative Surface Mounted Classic Wall Lamp: ওয়াল মাউন্টেড এই আলোর ২টো সেট ঘরের জন্য কিনে ফেলা যেতেই পারে। নরম আলো ছড়িয়ে ঘরের পরিবেশটাকেই বদলে দিতে এর জুড়ি মেলা ভার! ঘরে ঔজ্জ্বল্য তো আসবেই, সেই সঙ্গে ছড়িয়ে পড়বে এক স্বর্গীয় অনুভূতিও। আর এই আলোর বাইরের দিকটায় একটি বিশেষ প্যাটার্নও রয়েছে। যা অন্দরমহলের সাজসজ্জায় একটা আলাদা মাত্রা যোগ করবে।
advertisement
advertisement
advertisement
Desidiya® 3-Light Globe Chandelier Hanging Light হ্যাঙ্গিং এই আলোয় ফুটে উঠেছে এক অনন্য গোলাকার নকশা। উচ্চ মানের ধাতু দিয়ে তৈরি এই আলোয় দেওয়া হয়েছে গোল্ড ফিনিশ। ঘর বড় হলে এই আলো দারুণ মানাবে। অনেকটা ঝাড়বাতির মতো এই আলো ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে দেবে উজ্জ্বলতা। সেই সঙ্গে অন্দরসাজের মাত্রাই যেন বদলে দেবে।
advertisement