জুতোয় কমফোর্ট খুঁজছেন? তাহলে এটা পড়তেই হবে

Last Updated:
1/8
কথায় আছে, জুতো দেখেই বোঝা যায় আপনার লাইফস্টাইল ৷ এমনকী, জুতো দিয়েই মাপা যায় ব্যক্তিত্ব৷ তাই তো সব সময়ই জুতো হতে হবে স্মার্ট ৷ দেখতে সুন্দর ৷ কিন্তু এর পাশাপাশি  জুতো যেন হয় একেবারে কমর্ফোটেবল !
কথায় আছে, জুতো দেখেই বোঝা যায় আপনার লাইফস্টাইল ৷ এমনকী, জুতো দিয়েই মাপা যায় ব্যক্তিত্ব৷ তাই তো সব সময়ই জুতো হতে হবে স্মার্ট ৷ দেখতে সুন্দর ৷ কিন্তু এর পাশাপাশি জুতো যেন হয় একেবারে কমর্ফোটেবল !
advertisement
2/8
 চিকিৎসকরা সবসময়ই বলে থাকেন, জুতো বাছার সময় সর্বদা দেখতে ভালোর দিকে না ঝুঁকে কমফোর্ট টি মাথায় রাখুন ! কারণ, আপনার পায়ের যত্নের অনেকটাই নির্ভর করে এই জুতো থেকে ৷ বলা ভালো আপনার পুরো শরীরের ওজন বহন করে আপনার দুটি পা ৷ তাই পায়ের এই কঠিন দায়িত্বকে সুসম্পন্ন করার জন্য চাই সঠিক জুতো ৷
চিকিৎসকরা সবসময়ই বলে থাকেন, জুতো বাছার সময় সর্বদা দেখতে ভালোর দিকে না ঝুঁকে কমফোর্ট টি মাথায় রাখুন ! কারণ, আপনার পায়ের যত্নের অনেকটাই নির্ভর করে এই জুতো থেকে ৷ বলা ভালো আপনার পুরো শরীরের ওজন বহন করে আপনার দুটি পা ৷ তাই পায়ের এই কঠিন দায়িত্বকে সুসম্পন্ন করার জন্য চাই সঠিক জুতো ৷
advertisement
3/8
 একথা মাথায় রেখেই হাশপাপিস বাজারে নিয়ে এল নতুন কালেকশন বাউন্সম্যাক্স ৷ যা কিনা একেবারেই কমফোর্টের কথা মাথায় রেখে ৷ আর দেখতে? বসন্তের রংকে মাথায় রেখেই এই কালেকশনে ভরিয়ে তোলা হয়েছে ৷ কালেকশনে রয়েছে হাশপাপিস ভল্ট ৷ যার দাম ৭৯৯৯ টাকা ৷
একথা মাথায় রেখেই হাশপাপিস বাজারে নিয়ে এল নতুন কালেকশন বাউন্সম্যাক্স ৷ যা কিনা একেবারেই কমফোর্টের কথা মাথায় রেখে ৷ আর দেখতে? বসন্তের রংকে মাথায় রেখেই এই কালেকশনে ভরিয়ে তোলা হয়েছে ৷ কালেকশনে রয়েছে হাশপাপিস ভল্ট ৷ যার দাম ৭৯৯৯ টাকা ৷
advertisement
4/8
 একথা মাথায় রেখেই হাশপাপিস বাজারে নিয়ে এল নতুন কালেকশন বাউন্সম্যাক্স ৷ যা কিনা একেবারেই কমফোর্টের কথা মাথায় রেখে ৷ আর দেখতে? বসন্তের রংকে মাথায় রেখেই এই কালেকশনে ভরিয়ে তোলা হয়েছে ৷ কালেকশনে রয়েছে হাশপাপিস ভল্ট ৷ যার দাম ৭৯৯৯ টাকা ৷
একথা মাথায় রেখেই হাশপাপিস বাজারে নিয়ে এল নতুন কালেকশন বাউন্সম্যাক্স ৷ যা কিনা একেবারেই কমফোর্টের কথা মাথায় রেখে ৷ আর দেখতে? বসন্তের রংকে মাথায় রেখেই এই কালেকশনে ভরিয়ে তোলা হয়েছে ৷ কালেকশনে রয়েছে হাশপাপিস ভল্ট ৷ যার দাম ৭৯৯৯ টাকা ৷
advertisement
5/8
কালেকশনে রয়েছে হাশপাপিস লাইফ ৷ দেখতে খুবই ট্রেন্ডি ৷ লাইট ওয়েট হওয়ায় এই জুতো পরতেও আরাম ৷ দাম ৪৯৯৯ টাকা ৷
কালেকশনে রয়েছে হাশপাপিস লাইফ ৷ দেখতে খুবই ট্রেন্ডি ৷ লাইট ওয়েট হওয়ায় এই জুতো পরতেও আরাম ৷ দাম ৪৯৯৯ টাকা ৷
advertisement
6/8
হাশপাপিসের এই নতুন কালেকশনে রয়েছে হাশপাপিস গ্লোভ ৷ হাশপাপিসের এই স্নিকার দেখতে স্টাইলিশ এবং পরনে হালকাও ৷ দাম ৬৯৯৯ টাকা ৷
হাশপাপিসের এই নতুন কালেকশনে রয়েছে হাশপাপিস গ্লোভ ৷ হাশপাপিসের এই স্নিকার দেখতে স্টাইলিশ এবং পরনে হালকাও ৷ দাম ৬৯৯৯ টাকা ৷
advertisement
7/8
কালেকশনে রয়েছে হাশপাপিস লাইফ ৷ দেখতে খুবই ট্রেন্ডি ৷ লাইট ওয়েট হওয়ায় এই জুতো পরতেও আরাম ৷ দাম ৪৯৯৯ টাকা ৷
কালেকশনে রয়েছে হাশপাপিস লাইফ ৷ দেখতে খুবই ট্রেন্ডি ৷ লাইট ওয়েট হওয়ায় এই জুতো পরতেও আরাম ৷ দাম ৪৯৯৯ টাকা ৷
advertisement
8/8
কালেকশনে রয়েছে হাশপাপিস ফ্রি ৷ শরীরচর্চার ক্ষেত্রে এই জুতো অত্যন্ত কার্যকরী ৷ এর দাম ৬৪৯৯ টাকা ৷
কালেকশনে রয়েছে হাশপাপিস ফ্রি ৷ শরীরচর্চার ক্ষেত্রে এই জুতো অত্যন্ত কার্যকরী ৷ এর দাম ৬৪৯৯ টাকা ৷
advertisement
advertisement
advertisement