Husband Wife: স্বামীদের কেন মিথ্যে বলেন স্ত্রীরা? পিছনে রয়েছে এই স্পষ্ট পাঁচটি কারণ! পড়ে দেখুন তো, আপনার সঙ্গে মেলে কিনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Husband Wife: একটা বিষয় মাথায় রাখবেন যে, স্ত্রীর আপনাকে মিথ্যে বলার পিছনে নিশ্চয়ই কোনও না কোনও কারণ রয়েছে। আর আপনাকে সেই কারণগুলিই জেনে নিয়ে ব্যবস্থা নিতে হবে।
আমাদের মধ্যে কেউই সবসময় সত্যি কথা বলি না। প্রয়োজনে আমরা সকলেই একটু-আধটু মিথ্যে বলি। তবে সেই মিথ্যেটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকলেই মঙ্গল। কারণ, মিথ্যের ব্যাপ্তি যত বড় হবে, ততই বিপদের মুখে পড়ার আশঙ্কা বাড়বে বৈকি! মুশকিল হল, কিছু মহিলা এই বিষয়টা বুঝেও বুঝতে চান না। তাই তাঁরা কথায় কথায় স্বামীকে মিথ্যে কথা বলেন। আর তাঁদের মিথ্যের উপর থেকে পর্দা ওঠার পর স্বামীর মনে ক্রমাগত রক্তক্ষরণ হয়। তিনি নিজের সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। এমনকী স্ত্রীর সঙ্গে তৈরি হয় এক সমুদ্র দূরত্ব।
advertisement
advertisement
অনেক সময় স্ত্রীরা নিজের একান্ত দুঃখ নিজের মনের সিন্দুকেই অবদমিত রাখতে চান। তাই তাঁরা কারও সঙ্গেই নিজের দুঃখ ভাগ করে নেন না। এমনকী স্বামী তাঁকে এই বিষয়ে প্রশ্ন করলেও তিনি হাসি মুখে মিথ্যে বলেন। এতেই তাঁরা খুশি। কারণ, তিনি চান না যে স্বামী তাঁর কষ্টের শরিক হোক। তাই স্ত্রীর মিথ্যে ধরা পড়ার পর একবার এই বিষয়টি যাচাই করার চেষ্টা করুন। তার আগে তাঁকে কোনও খারাপ-ভালো কথা বলবেন না।
advertisement
আমাদের প্রত্যেকের জীবনেই কোনও না কোনও কালো অধ্যায় রয়েছে। আর আমরা সকলেই এই অন্ধকার বিষয়গুলিকে ধামাচাপা দিয়ে রাখতে চাই। আর এই কারণেই অনেক সময় স্ত্রী তাঁর প্রিয় স্বামীর কাছেও মিথ্যে কথা বলেন। তিনি মিথ্যের সাহায্য নিয়েই তাঁর কাছে ভালো হতে চান। তাই দাম্পত্যে জীবনে সুখী হতে চাইলে এই বিষয়টার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এতে দুঃখ পাওয়ার সত্যিই কিছু নেই।
advertisement
আমরা সকলেই প্রায় নিজের নিজের ভুল লুকিয়ে রাখার ফেলার জন্য মিথ্যের আশ্রয় নিই। আর আপনার স্ত্রীও এই তালিকারই অংশ। তাই তিনিও যে ভুল করার পর নিজেকে সেফ-সাইড রাখার জন্য মিথ্যে কথা বলবেন, এটা তো সহজেই অনুমেয়। তাই এই বিষয়ে মাথা খারাপ করে লাভ নেই। বরং এই বিষয়টির সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে শিখবেন, ততই মঙ্গল।
advertisement
স্বামীর কোনও আচরণ স্ত্রীর মনে আঘাত দিতেই পারে। কিন্তু কিছু মহিলা এই বিষয়টা স্বামীর সামনে আসতে দিতে চান না। কারণ তাঁরা জানেন যে স্বামীকে এই বিষয় নিয়ে কথা বললেই তিনি ফালতু চিৎকার করে উঠবেন। তারপর একটা লঙ্কা কাণ্ড বেধে যাবে। তাই তাঁরা যেন তেন প্রকারেণ স্বামীর খারাপ দিকগুলি নিয়ে নির্বাক থাকার চেষ্টা করেন। এমনকী খুব কাছের মানুষগুলিকেও এই বিষয়ে চোখ বন্ধ করে মিথ্যে কথা বলে দেন। এটাই তাঁদের ধর্ম।
advertisement
কিছু মানুষ একদম ছোট্ট বয়স থেকেই ছোটখাট বিষয়ে মিথ্যে বলেন। তাঁরা মিথ্যে বলে অমোঘ আনন্দ উপভোগ করেন। তাই তাঁরা স্বামীকেও মিথ্যে বলতে পিছপা হন না। আর এটাই হল মূল সমস্যার বিষয়। তাই আপনার স্ত্রীও যদি কথায় কথায় মিথ্যে বলেন, তাহলে তাঁর স্বভাবগত দিকটি বিচার করুন। প্রয়োজনে বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নিন। আশা করছি, তাহলেই আপনি এই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।









