Blood Colour: জলের নীচে মানুষের রক্ত সবুজ হয়ে যায়, কেন জানেন? গবেষকদের উত্তরে থমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Human Blood: সবাই জানি, মানুষের রক্তের রং লাল! কিন্তু জানেন কি, জলের নীচে মানুষের রক্তের রং সবুজ হয়ে যায়! কেন জানেন? Journal of Applied Spectroscopy-তে প্রকাশিত একটি প্রতিবেদন যা বলছে
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি, প্রশ্ন-উত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম 'কোরা'য় এক নেটিজেন এই প্রশ্নটাই করেছিলেন। তিনি প্রশ্ন করেন, '' মানব রক্তের রং জলের কোন গভীরতায় গিয়ে সবুজ হয়ে যায়?” এই প্রশ্নে একঝাঁক উত্তর আসে। বিকাশ জোশি নামক এক নেটিজেন বলেন, '' প্রায় ৩০ থেকে ৫০ ফুট বা তারও বেশি জলের গভীরতায় মানুষের রক্ত লালের পরিবর্তে সবুজ রঙের দেখায়। আমরা রক্তের রং লাল দেখি কারণ রক্ত সূর্যের আলো থেকে আসা সব রঙের রশ্মি শোষণ করে নেয়, শুধু লাল রঙের রশ্মি শোষণ করতে পারে না এবং সেটি প্রতিফলিত হয়।''