Cucumber used in Skin Care|| শসা ব্যবহার করুন ঠিক এ ভাবে, ত্বক থাকবে সুস্থ আর ফুরফুরে, রইল পদ্ধতি

Last Updated:
Cucumber used in Skin Care: এখানে বিভিন্ন উপায়ে শসা ব্যবহারের শসা ব্যবহারের সুলুকসন্ধান জানানো হল।
1/8
*ফল এবং শাকসবজি শুধু শরীর নয়, ত্বকের জন্যও উপকারী। সে জন্য এ গুলো বিউটি কেয়ার প্রোডাক্টেও ব্যবহার করা হয়। শসা খেতে সুস্বাদু। জলের পরিমাণ থাকে অনেক বেশি। তাই গরমকালে বেশি করে শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে জলশূন্যতা থাবা বসাতে পারে না। প্রতীকী ছবি। 
*ফল এবং শাকসবজি শুধু শরীর নয়, ত্বকের জন্যও উপকারী। সে জন্য এ গুলো বিউটি কেয়ার প্রোডাক্টেও ব্যবহার করা হয়। শসা খেতে সুস্বাদু। জলের পরিমাণ থাকে অনেক বেশি। তাই গরমকালে বেশি করে শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে জলশূন্যতা থাবা বসাতে পারে না। প্রতীকী ছবি। 
advertisement
2/8
*একইভাবে শসা ত্বকের জন্যও উপকারি। বিশেষ করে শুষ্ক ত্বকের ক্ষেত্রে তো এটা মহৌষধ। শুধু শুষ্ক ত্বক নয়, ত্বকের অনেক সমস্যার সঙ্গেও লড়াই করতে সাহায্য করে শসা। এখানে বিভিন্ন উপায়ে শসা ব্যবহারের শসা ব্যবহারের সুলুকসন্ধান জানানো হল। প্রতীকী ছবি। 
*একইভাবে শসা ত্বকের জন্যও উপকারি। বিশেষ করে শুষ্ক ত্বকের ক্ষেত্রে তো এটা মহৌষধ। শুধু শুষ্ক ত্বক নয়, ত্বকের অনেক সমস্যার সঙ্গেও লড়াই করতে সাহায্য করে শসা। এখানে বিভিন্ন উপায়ে শসা ব্যবহারের শসা ব্যবহারের সুলুকসন্ধান জানানো হল। প্রতীকী ছবি। 
advertisement
3/8
*শসা দিয়ে মুখ পরিষ্কার: মুখ পরিষ্কারের জন্য রাসায়নিক পণ্য ব্যবহার করতে না চাইলে শসাই আদর্শ। শসার রসে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে কিছুক্ষণ ঘষতে হবে। তারপর সাধারণ জলে ধুয়ে নিতে মুখ। অ্যালোভেরা সব রকম ত্বকের জন্য উপযুক্ত। তাই মুখ ধোয়ার জন্য এটা ভাল বিকল্প। প্রতীকী ছবি। 
*শসা দিয়ে মুখ পরিষ্কার: মুখ পরিষ্কারের জন্য রাসায়নিক পণ্য ব্যবহার করতে না চাইলে শসাই আদর্শ। শসার রসে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে কিছুক্ষণ ঘষতে হবে। তারপর সাধারণ জলে ধুয়ে নিতে মুখ। অ্যালোভেরা সব রকম ত্বকের জন্য উপযুক্ত। তাই মুখ ধোয়ার জন্য এটা ভাল বিকল্প। প্রতীকী ছবি। 
advertisement
4/8
*শসার মাস্ক তৈরি: মুখে ব্রণ আছে? ব্রণ প্রবণ ত্বকে কোনও কিছু বুঝে শুনে ব্যবহার করতে হয়। শসার ফেস মাস্ক ব্রণ নিরাময়ে ম্যাজিকের মতো কাজ করে। এই মাস্ক তৈরি করতে লাগবে ২ ফোঁটা টি ট্রি অয়েল এবং ১ কাপ শসার রস। প্রতীকী ছবি। 
*শসার মাস্ক তৈরি: মুখে ব্রণ আছে? ব্রণ প্রবণ ত্বকে কোনও কিছু বুঝে শুনে ব্যবহার করতে হয়। শসার ফেস মাস্ক ব্রণ নিরাময়ে ম্যাজিকের মতো কাজ করে। এই মাস্ক তৈরি করতে লাগবে ২ ফোঁটা টি ট্রি অয়েল এবং ১ কাপ শসার রস। প্রতীকী ছবি। 
advertisement
5/8
*প্রথমে ১ কাপ শসার রসে ২ ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্যস, ফেস মাস্ক তৌরি। এবার ব্রণের উপর এটা লাগাতে হবে। এই ফেস মাস্কের বিশেষত্ব হল, এটা ত্বক শুষ্ক না করেই ব্রেকআউট কমায়। তবে মাথায় রাখতে হবে, টি ট্রি অয়েল পাতলা না করে ত্বকে লাগানো উচিত নয়। প্রতীকী ছবি। 
*প্রথমে ১ কাপ শসার রসে ২ ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্যস, ফেস মাস্ক তৌরি। এবার ব্রণের উপর এটা লাগাতে হবে। এই ফেস মাস্কের বিশেষত্ব হল, এটা ত্বক শুষ্ক না করেই ব্রেকআউট কমায়। তবে মাথায় রাখতে হবে, টি ট্রি অয়েল পাতলা না করে ত্বকে লাগানো উচিত নয়। প্রতীকী ছবি। 
advertisement
6/8
*টোনার হিসেবে ব্যবহার: ত্বক সুস্থ রাখতে টোনার ব্যবহার করা উচিত। শসা দিয়ে খুব সহজে বাড়িতেই টোনার তৈরি করে নেওয়া যায়। প্রথমে শসার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোয় কেটে নিতে হবে। প্রতীকী ছবি। 
*টোনার হিসেবে ব্যবহার: ত্বক সুস্থ রাখতে টোনার ব্যবহার করা উচিত। শসা দিয়ে খুব সহজে বাড়িতেই টোনার তৈরি করে নেওয়া যায়। প্রথমে শসার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোয় কেটে নিতে হবে। প্রতীকী ছবি। 
advertisement
7/8
*একটা প্যানে জল নিতে তাতে দিতে হবে শসার টুকরো। অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট ফুটুক। তারপর ঠান্ডা করে মিক্সারে পিষে নিতে হবে। এ বার ছাঁকনি নিয়ে ছেঁকে নিতে হবে শসার রস। চাইলে এতে সামান্য গোলাপ জল বা উইচ হ্যাজেলও দেওয়া যায়। ব্যস, টোনার তৈরি। প্রতীকী ছবি। 
*একটা প্যানে জল নিতে তাতে দিতে হবে শসার টুকরো। অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট ফুটুক। তারপর ঠান্ডা করে মিক্সারে পিষে নিতে হবে। এ বার ছাঁকনি নিয়ে ছেঁকে নিতে হবে শসার রস। চাইলে এতে সামান্য গোলাপ জল বা উইচ হ্যাজেলও দেওয়া যায়। ব্যস, টোনার তৈরি। প্রতীকী ছবি। 
advertisement
8/8
*লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, শসা থেকে তৈরি ঘরোয়া টোনার ২-৩ দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) প্রতীকী ছবি।
*লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, শসা থেকে তৈরি ঘরোয়া টোনার ২-৩ দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement