*প্রথমে ১ কাপ শসার রসে ২ ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্যস, ফেস মাস্ক তৌরি। এবার ব্রণের উপর এটা লাগাতে হবে। এই ফেস মাস্কের বিশেষত্ব হল, এটা ত্বক শুষ্ক না করেই ব্রেকআউট কমায়। তবে মাথায় রাখতে হবে, টি ট্রি অয়েল পাতলা না করে ত্বকে লাগানো উচিত নয়। প্রতীকী ছবি।