Homemade AC: গরিবের এসি! বাড়ির স্ট্যান্ড ফ্যানকে বদলে দিন এভাবে, ঘর হবে বরফের মতো ঠান্ডা, একেবারে জমে যাবে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Cheap Air Conditioner: বাড়িতে তৈরি করতে পারবেন এই কটা জিনিস দিয়েই৷ গরমে খুব আরাম পাবেন৷
advertisement
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্ট্যান্ড ফ্যানে বালতি, মোটর, পাইপ, বক্স, খুস স্ট্রিপও ব্যবহার করা হয়েছে। এই সব মিলিয়ে এটিকে এয়ার কুলারের মতো চলতে দেখানো হয়েছে। বৈদ্যুতিক যোগে কীভাবে ফ্যানকে শীতল করা যায় তা ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে ফ্যান দিয়ে হিম শীতল বাতাস করা যায় তা বোঝানো হয়েছে৷ ফলে কিভাবে সস্তায় এসি সিস্টেম প্রস্তুত করা যায়, তা জানিয়ে দেওয়া হয়েছে৷
advertisement