আজকাল প্রায় সবার হাতেই মোবাইল ফোন ৷ আর মোবাইল ফোন মানেই ইন্টারনেট তো থাকবেই থাকবে ৷ এমনকী, বাড়ির বাচ্চারাও ইদানিং মোবাইল ফোনের নেশা জর্জড়িত ৷ কখনও কার্টুন, তো কখনও গান শোনা বা মোবাইল গেম ৷ সবই এখন নখদর্পণে বাচ্চাদের ৷ এক সমীক্ষা বলছে, ১১ থেকে ১৪ বছরের বাচ্চাদের মধ্যেই মোবাইল ফোনের প্রবণতা বেশিমাত্রায় দেখা যায় ৷ কিন্তু আমরা বড়রা কি কখনও লক্ষ্য করে দেখেছি যে, ঠিক কী ভিডিও বা কোন সাইট বাচ্চারা দেখছে ?
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, এই জায়গা থেকেই শক্ত হাতে হাল ধরতে হবে ৷ কারণ, সমীক্ষায় দেখা গিয়েছে, অনেক সময়ই বাচ্চারা মোবাইল বা ল্যাপটপে নানাবিধ জিনিস দেখতে দেখতে পর্নসাইটে ঢুকে পড়েন এবং এই ঘটনা থেকে বিপত্তিরও মুখে পড়েন ছোট ছোট বাচ্চারা ৷ তাই বিশেষজ্ঞদের মতে, এই সময় বকাঝকা না করে বরং শান্তভাবে বোঝানো উচিত ৷
advertisement
advertisement