Care Of Benarasi Saree: বিয়ের ৫০ বছর পরও বেনারসি শাড়ি থাকবে বিয়ের দিনের মতো নতুন, দেখে নিন এর যত্ন আত্তির উপায়

Last Updated:
এই শাড়ি বড় সৌখিন৷ মান- অভিমানের সম্পর্কের মতই যত্নে রাখতে হয় একে। চলুন দেখে নিই এর যত্ন আত্তি।
1/5
আমাদের বড় সাধের এই বেনারসি শাড়ি। মা ঠাকুমার দেরাজে অন্তত একটা করে বেনারসি শাড়ি খুঁজে পাবেনই। বড় সাধের এই শাড়ি। এর ঘরবাড়ি উত্তরপ্রদেশের বেনারস হলেও, বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে সে। কিন্তু এই শাড়ি বড় সৌখিন৷ মান- অভিমানের সম্পর্কের মতই যত্নে রাখতে হয় একে। চলুন দেখে নিই এর যত্ন আত্তি।
আমাদের বড় সাধের এই বেনারসি শাড়ি। মা ঠাকুমার দেরাজে অন্তত একটা করে বেনারসি শাড়ি খুঁজে পাবেনই। বড় সাধের এই শাড়ি। এর ঘরবাড়ি উত্তরপ্রদেশের বেনারস হলেও, বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে সে। কিন্তু এই শাড়ি বড় সৌখিন৷ মান- অভিমানের সম্পর্কের মতই যত্নে রাখতে হয় একে। চলুন দেখে নিই এর যত্ন আত্তি।
advertisement
2/5
অনেকেই আলমারিতে একটার পর একটা রাখেন। এতে শাড়ির ক্ষতি হয়। জরি নষ্ট হয়ে যেতে পারে। এমনটা করবেন না। সুতির কাপড় দিয়ে মুড়ে এই শাড়ি রেখে দিন। তা না করতে পারলে মসলিন কাপড় কেটে বেনারসির উপর রাখুন। তার পর আর একটা বেনারসি রাখুন।
অনেকেই আলমারিতে একটার পর একটা রাখেন। এতে শাড়ির ক্ষতি হয়। জরি নষ্ট হয়ে যেতে পারে। এমনটা করবেন না। সুতির কাপড় দিয়ে মুড়ে এই শাড়ি রেখে দিন। তা না করতে পারলে মসলিন কাপড় কেটে বেনারসির উপর রাখুন। তার পর আর একটা বেনারসি রাখুন।
advertisement
3/5
হ্যাঙারে টাঙিয়ে রাখবেন না। শাড়িতে বেশ ভারী কাজ থাকে। বিশেষত এই শাড়ির পাড়ে কাজ বেশি থাকায় ভারী হয়। দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে শাড়ি ফেঁসে যেতে পারে।
হ্যাঙারে টাঙিয়ে রাখবেন না। শাড়িতে বেশ ভারী কাজ থাকে। বিশেষত এই শাড়ির পাড়ে কাজ বেশি থাকায় ভারী হয়। দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে শাড়ি ফেঁসে যেতে পারে।
advertisement
4/5
এই শাড়ি এমনিতেই রোজের পরার নয়। তাই একবার দুবার পরলে কাচবেন না। খুব দরকার হলে মাঝে মাঝে ড্রাই ক্লিনিং করাতে পারেন।
এই শাড়ি এমনিতেই রোজের পরার নয়। তাই একবার দুবার পরলে কাচবেন না। খুব দরকার হলে মাঝে মাঝে ড্রাই ক্লিনিং করাতে পারেন।
advertisement
5/5
শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা নষ্ট হয়ে যেতে পারে তাই সরাসরি রোদে না রেখে বাড়িতে ছায়া আসে এই রকম জায়গাতে মেলুন।
শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা নষ্ট হয়ে যেতে পারে তাই সরাসরি রোদে না রেখে বাড়িতে ছায়া আসে এই রকম জায়গাতে মেলুন।
advertisement
advertisement
advertisement