পিরিয়ডস বন্ধের পর মহিলারা কেমন যৌনজীবন পছন্দ করেন? জানেন না অধিকাংশ পুরুষই

Last Updated:
গবেষণায় উঠে আসছে খুবই চমকপ্রদ তথ্য
1/6
▪️মোটের ওপর ৫০ বছরে পা দিয়ে অধিকাংশ মহিলাদের মেনোপজ হয়৷ অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয় তাদের৷ এরফলে শরীরে হরমোনের ওঠা-নামা শুরু হয়৷ এতেই প্রভাব ফেলে তাদের যৌনজীবনে৷
▪️মোটের ওপর ৫০ বছরে পা দিয়ে অধিকাংশ মহিলাদের মেনোপজ হয়৷ অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয় তাদের৷ এরফলে শরীরে হরমোনের ওঠা-নামা শুরু হয়৷ এতেই প্রভাব ফেলে তাদের যৌনজীবনে৷
advertisement
2/6
▪️নারী শরীরে যৌনজীবন হরমোনের সঙ্গে ভীষণভাবে জড়িতে৷ হরমোন ডিসব্যালেন্সের ফলে তাই যৌনইচ্ছে এবং যৌনক্ষমতা দুই কমে যায় ঋতুস্রাব বন্ধের পর৷ বলা ভাল শারীরিক মিলন থেকে কিছুটা হলেও দূরে সরে যান অধিকাংশ মহিলারাই৷
▪️নারী শরীরে যৌনজীবন হরমোনের সঙ্গে ভীষণভাবে জড়িতে৷ হরমোন ডিসব্যালেন্সের ফলে তাই যৌনইচ্ছে এবং যৌনক্ষমতা দুই কমে যায় ঋতুস্রাব বন্ধের পর৷ বলা ভাল শারীরিক মিলন থেকে কিছুটা হলেও দূরে সরে যান অধিকাংশ মহিলারাই৷
advertisement
3/6
▪️সেই সময় পুরুষসঙ্গীর চাহিদা মতো নিজেদের মেলে ধরতে পারেন না তারা৷ বেশিভাগ ক্ষেত্রে এই সময় শারীরিক মিলনে কিছু কষ্ট হয় তাদের৷ এটা মূলক মানসিক সমস্যার থেকেই হয়৷
▪️সেই সময় পুরুষসঙ্গীর চাহিদা মতো নিজেদের মেলে ধরতে পারেন না তারা৷ বেশিভাগ ক্ষেত্রে এই সময় শারীরিক মিলনে কিছু কষ্ট হয় তাদের৷ এটা মূলক মানসিক সমস্যার থেকেই হয়৷
advertisement
4/6
▪️স্বমেহন এবং ওরাল সেক্সে কিছুটা হলেও রাজি থাকেন এই বয়সের মহিলারা৷
▪️স্বমেহন এবং ওরাল সেক্সে কিছুটা হলেও রাজি থাকেন এই বয়সের মহিলারা৷
advertisement
5/6
▪️অনেকক্ষেত্রেই তাদের পুরষসঙ্গী বা স্বামীরা এই বিষয়টা মেনে নিতে পারেননা৷ কারণ এতে তাদের শারীরিক সুখ মেলে না৷ তাই এর থেকে শুরু হয় অশান্তি৷
▪️অনেকক্ষেত্রেই তাদের পুরষসঙ্গী বা স্বামীরা এই বিষয়টা মেনে নিতে পারেননা৷ কারণ এতে তাদের শারীরিক সুখ মেলে না৷ তাই এর থেকে শুরু হয় অশান্তি৷
advertisement
6/6
▪️ঋতুস্রাব বন্ধের ফলে মানসিক ভাবে বেশ কিছুটা নিজেদের গুটিয়ে নেন মহিলারা৷ মুডের সমস্যা হয় মারাত্মক৷ তারপর সঙ্গীর সঙ্গে মিলনে সমস্যাও তাদের মানসিক চাপ বাড়ায়৷
▪️ঋতুস্রাব বন্ধের ফলে মানসিক ভাবে বেশ কিছুটা নিজেদের গুটিয়ে নেন মহিলারা৷ মুডের সমস্যা হয় মারাত্মক৷ তারপর সঙ্গীর সঙ্গে মিলনে সমস্যাও তাদের মানসিক চাপ বাড়ায়৷
advertisement
advertisement
advertisement