How To Remove Teeth Stains:২ মিনিটে 'হলদে দাঁত' ধবধবে সাদা, গায়েব 'তামাক খাওয়া' কালো দাগ, শুধু কলার খোসা ব্যবহার করুন এই নিয়ম মেনে
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
দাঁতে হলদে দাগ-ছোপ বলে মন খুলে হাসতেও পারেন না? লজ্জা পান লোকে হলদে দাঁত দেখে ফেলবে! আর অস্বস্তি নয়! কলার খোসাই এবার দেবে ঝকঝকে দাঁত
একটি সুন্দর হাসি যে কারও সম্পূর্ণ চেহারা বদলে দিতে পারে। দাঁত তখনই ভাল দেখায়, যখন তা মুক্তোর মতো জ্বলজ্বল করে। কিন্তু, অনেক সময়ই এমনটা হয় যে, মানুষের দাঁতে হলুদ স্তর তৈরি হয় এবং এর কারণে তাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অনেক সময় খাদ্যাভ্যাস এবং মুখের স্বাস্থ্যের যত্ন না নেওয়ার কারণে এমনটা হয়ে থাকে।
advertisement
দাঁতের উপর হলুদ স্তরকে প্লাক বলে। আয়ুর্বেদি বিশেষজ্ঞ ডা. শিবপ্রসাদ ভার্মা বলছেন, দাঁত সাদা করতে এবং জমে থাকা হলুদ স্তর অপসারণের জন্য বাজারে অনেক ধরনের টুথপেস্ট এবং অন্যান্য জিনিস পাওয়া যায়, তবে সেগুলি সেভাবে কার্যকর নয়। কেউ যদি প্রাকৃতিকভাবে নিজেদের দাঁত সাদা করতে চায়, তবে ঘরে তৈরি টুথপেস্ট ব্যবহার করা উচিত। এর জন্য চামচের সাহায্যে কলার খোসার ভেতরের সাদা রঙের অংশটি বের করে নিতে হবে। এবার এতে সামান্য বেকিং সোডা নিয়ে দুটোই ভাল করে মিশিয়ে নিতে হবে।
advertisement
advertisement
advertisement
ব্রাশ বা আঙুলের সাহায্যে এই পেস্টটি নিজেদের দাঁতে লাগাতে হবে এবং ২-৩ মিনিটের জন্য আলতোভাবে ম্যাসাজ করতে হবে। তারপর স্বাভাবিক ভাবে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ দাঁত থেকে হলুদ স্তর (প্লাক) অপসারণ করতে সাহায্য করে। বেকিং সোডায় উপস্থিত হালকা এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য দাঁত পরিষ্কার করতে সহায়ক।
advertisement
advertisement