How To Remove Holi Colours: স্নান করেও উঠছে না নাছোড় রঙ, রইল সহজ টিপস একেবারে সাফসুতরো হবেন, চুলও হবে সিল্কি

Last Updated:
How To Remove Holi Colours: দোলের রং তুলতে নাজেহাল! জেনে নিন এই ছোট্ট টিপস 
1/6
দোল মানে রঙের উৎসব। আর রং মানে কেবল আবির তো নয়। যারা দোল বা হোলি খেলতে ভালোবাসেন, যারা চুটিয়ে বাঁদুরে রং খেলেন যার হাত থেকে নিস্তার পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। তাই রং খেলার আগেই তা তোলার জন্য কয়েকটা টোটকা জানা কিন্তু খুব জরুরি। হাতে পায়ে তেল মেখে, মুখে ময়েশ্চারাইজার মেখে তবেই রং খেলুন।
দোল মানে রঙের উৎসব। আর রং মানে কেবল আবির তো নয়। যারা দোল বা হোলি খেলতে ভালোবাসেন, যারা চুটিয়ে বাঁদুরে রং খেলেন যার হাত থেকে নিস্তার পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। তাই রং খেলার আগেই তা তোলার জন্য কয়েকটা টোটকা জানা কিন্তু খুব জরুরি। হাতে পায়ে তেল মেখে, মুখে ময়েশ্চারাইজার মেখে তবেই রং খেলুন।
advertisement
2/6
দোল বা হোলি খেলার পর অকারণ গা-হাত-পা কিংবা মুখ অতিরিক্ত ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। হয়তো একবারেই পুরো রঙ উঠবে না। তা সত্ত্বেও বেশি স্ক্রাব করবার দরকার নেই। বরং সাধারণ সাবান বা বডিওয়াশ দিয়ে স্নান করুন। তারপর তেল মেখে তোয়ালে দিয়ে ভাল করে গা মুছে নিন। এতে আপনার ত্বক যেমন ভাল থাকবে, তেমনই গায়ের রংও উঠে যাবে।
দোল বা হোলি খেলার পর অকারণ গা-হাত-পা কিংবা মুখ অতিরিক্ত ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। হয়তো একবারেই পুরো রঙ উঠবে না। তা সত্ত্বেও বেশি স্ক্রাব করবার দরকার নেই। বরং সাধারণ সাবান বা বডিওয়াশ দিয়ে স্নান করুন। তারপর তেল মেখে তোয়ালে দিয়ে ভাল করে গা মুছে নিন। এতে আপনার ত্বক যেমন ভাল থাকবে, তেমনই গায়ের রংও উঠে যাবে।
advertisement
3/6
তা ছাড়া পাতি লেবুর রস মুখে মাখুন। বা লেবু কেটে মুখে ঘষতে থাকুন। পাতিলেবু হল ভেষজ ন্যাচারাল ব্লিচিং যাতে যে কোনও ধরণের দাগ অতি সহজেই উঠে যায়। পাতিলেবুর রস লাগানোর পরে অনন্ত ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন রং পরিষ্কার হয়ে গেছে।
তা ছাড়া পাতি লেবুর রস মুখে মাখুন। বা লেবু কেটে মুখে ঘষতে থাকুন। পাতিলেবু হল ভেষজ ন্যাচারাল ব্লিচিং যাতে যে কোনও ধরণের দাগ অতি সহজেই উঠে যায়। পাতিলেবুর রস লাগানোর পরে অনন্ত ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন রং পরিষ্কার হয়ে গেছে।
advertisement
4/6
আরো একটি উপায় হল টক দই ও বেসন রং মাখলে তা ত্বক আরও শুকিয়ে যেতে পারে।ত্বকের অনেক সেলের ক্ষতি হতে পারে। টক দই ও বেসন দিয়ে প্যাক তৈরি করে মাখুন। ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এরপর হালকা ভাবে সাবান ব্যবহার করতে পারেন।
আরো একটি উপায় হল টক দই ও বেসন রং মাখলে তা ত্বক আরও শুকিয়ে যেতে পারে।ত্বকের অনেক সেলের ক্ষতি হতে পারে। টক দই ও বেসন দিয়ে প্যাক তৈরি করে মাখুন। ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এরপর হালকা ভাবে সাবান ব্যবহার করতে পারেন।
advertisement
5/6
রঙ খেলে এসে প্রথমে ফেস ওয়াশ দিয়ে প্রাথমিকভাবে ধুয়ে নিন। বেশি রগড়াতে যাবেন না। পাকা কলা, সঙ্গে মধু ও দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে মাখুন। একইভাবে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে চকচকে ও মসৃণ হবে আপনার ত্বক।
রঙ খেলে এসে প্রথমে ফেস ওয়াশ দিয়ে প্রাথমিকভাবে ধুয়ে নিন। বেশি রগড়াতে যাবেন না। পাকা কলা, সঙ্গে মধু ও দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে মাখুন। একইভাবে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে চকচকে ও মসৃণ হবে আপনার ত্বক।
advertisement
6/6
তাই এভাবেই আপনার দোল যার থেকে রাঙিয়ে তুলেই সহজেই এই কটা পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মুখের রং তুলে ফেলুন খুব সহজে।
তাই এভাবেই আপনার দোল যার থেকে রাঙিয়ে তুলেই সহজেই এই কটা পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মুখের রং তুলে ফেলুন খুব সহজে।
advertisement
advertisement
advertisement