How To Remove Holi Colours: স্নান করেও উঠছে না নাছোড় রঙ, রইল সহজ টিপস একেবারে সাফসুতরো হবেন, চুলও হবে সিল্কি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
How To Remove Holi Colours: দোলের রং তুলতে নাজেহাল! জেনে নিন এই ছোট্ট টিপস
advertisement
দোল বা হোলি খেলার পর অকারণ গা-হাত-পা কিংবা মুখ অতিরিক্ত ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। হয়তো একবারেই পুরো রঙ উঠবে না। তা সত্ত্বেও বেশি স্ক্রাব করবার দরকার নেই। বরং সাধারণ সাবান বা বডিওয়াশ দিয়ে স্নান করুন। তারপর তেল মেখে তোয়ালে দিয়ে ভাল করে গা মুছে নিন। এতে আপনার ত্বক যেমন ভাল থাকবে, তেমনই গায়ের রংও উঠে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement