Balcony In Monsoon: বর্ষায় বারান্দার অবস্থা খুব খারাপ? মেঝেতে শ্যাওলা? কয়েকটি উপায় মেনে চললেই ঝকঝকে হয়ে উঠবে সাধের ব্যালকনি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অনেকের বারান্দাই ঢাকা নয়৷ সে ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়৷ তাই চেষ্টা করুন খোলা বারান্দার বদলে ঢেকে রাখতে৷ যদি একান্তই খোলা বারান্দা পছন্দ করেন, তাহলে বর্ষার সময় অন্তত কিছুদিন বারান্দা ঢেকে দিন৷
advertisement
advertisement
advertisement
অনেকেই সবুজ কৃত্রিম গালিচা দিয়ে ঢেকে দেয় বারান্দার মেঝে৷ কিন্তু তাতে বৃষ্টির ছাট এলে আরও নষ্ট হয়ে যায়৷ গালিচার ফাঁকে ফাঁকে শ্যাওলা জমতে পারে৷ তাই বর্ষাকালে এই ধরনের গালিচা না পেতে রাখারই চেষ্টা করুন৷ অনেকেই বারান্দায় বসার ব্যবস্থা করেন৷ এই সময় কাঠের চেয়ার একেবারেই না৷ বরং প্লাস্টিকের চেয়ার ব্যবহার করতে পারেন৷
advertisement