ফ্রিজে রেখেও নষ্ট হচ্ছে ফল? কীভাবে সতেজ থাকবে দীর্ঘদিন? রইল ১০০ শতাংশ গ্যারান্টেড টিপস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Keep Fruits Fresh In Fridge During Monsoon: বর্ষাকালে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে ফল কিনে এনে ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করলে তা কমপক্ষে ৭ দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব। জেনে নিন উপায়।
advertisement
advertisement
advertisement
১. ফল সংরক্ষণের আগে সঠিকভাবে পরিষ্কার করুন: ফল বাজার থেকে আনার পর সরাসরি ফ্রিজে রাখবেন না। প্রথমেই ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি মনে হয় মাটি বা কাদা লেগে আছে, তাহলে হালকা লিকুইড সাবান ব্যবহার করে ধুতে পারেন। তবে ধোওয়ার পর অবশ্যই পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে—ফলে কোনোভাবেই জল থাকা চলবে না, তা হলে দ্রুত পচে যেতে পারে।
advertisement
advertisement
৩. কোথায় রাখবেন ফল: ফ্রিজের নিচের ড্রয়ার (যাকে বলা হয় 'ক্রিসপার') হল ফল রাখার আদর্শ জায়গা। এখানে ঠান্ডা এবং আর্দ্রতা তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ থাকে, ফলে ফল সহজে শুকিয়ে যায় না বা পচেও না। তবে মনে রাখতে হবে—ফল যেন ফ্রিজে খোলা অবস্থায় না থাকে। এতে বাইরে থেকে আর্দ্রতা ঢুকে ফল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
advertisement