মন্দিরবাজার : ফুল কমবেশি সবারইখুব পছন্দের জিনিস। রোজ ফুল নিয়ে আসেন বাড়িতে, কিন্তু সেগুলি শুকিয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান করতে ব্যবহার করুন ডাই ফ্লাওয়ার। আসল ফুলের থেকে উজ্বলতা ও টেকসই অনেক বেশি হয় এই নকল ফুলে।এখন অনেকেই এই ফুল ব্যবহার করছেন। ডাই ফ্লাওয়ারের মাধ্যমে গোলাপ, গাঁদা, জুঁই সহ সমস্ত ফুল পাওয়া যায়। আসলে ডাই কালার হল একটি রঞ্জক পদার্থ, যা মূলত রঙ করার কাজে লাগে। এটি সেন্থেটিক। শোলা, পলিইথিলিনের তৈরি বিভিন্ন জিনিসপত্র বা ভুট্টাপাতার উপর এই ডাই কালার ব্যবহার করে তৈরি করা হচ্ছে ডাই ফ্লাওয়ার। যা দেখতে লাগছে অবিকল আসল ফুলের মত। কিন্তু সেগুলি নষ্ট হওয়ার ভয় নেই একদম। ফলে কদর বাড়ছে এই ডাই ফ্লাওয়ারের। আরও পড়ুন: EPFO-র সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে? তাহলে কি পুরো টাকাটাই জলে ? মন্দিরবাজার ও মথুরাপুরের বিভিন্ন জায়গায় তৈরি এই ডাই ফ্লাওয়ার। এই ডাই ফ্লাওয়ার এখন দেশের সীমানা পেরিয়ে পারি দিচ্ছে বিদেশেও। রাজ্যের মধ্যেও বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই ডাই ফ্লাওয়ার। সমস্ত উপকরণ ঠিক থাকলে ২ থেকে ৩ দিনের মধ্যেই এই ডাই ফ্লাওয়ার তৈরি করা যায়। ডাই ফ্লাওয়ার তৈরি হয়ে গেলে সেগুলিকে বাজারজাত করা হচ্ছে। শুধুমাত্র ফুল নয় সেখানে তৈরি হচ্ছে, বিভিন্ন খেলনা, পাখি, মুকুট সহ আরও অনেক দ্রব্য। এ নিয়ে এক ডাই ফ্লাওয়ার তৈরির মালিক দেবাশিষ সরদার জানিয়েছেন, স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করেন তারা। এরপর সেগুলিকে তারা বাছাই করে ডাই ফ্লাওয়ার তৈরির কাজে লাগান। এই ডাই ফ্লাওয়ার বাড়িতেও তৈরি করা যায়। এই ডাই ফ্লাওয়ার বর্তমানে রাজ্যের বিভিন্ন বড় মেলায় নিয়ে যাওয়া হচ্ছে। বিদেশেও এগুলিকে রফতানি করা হচ্ছে। ফলে উপকৃত হচ্ছেন তাঁরা। নবাব মল্লিক