গাঢ় এবং ভারী পর্দা লাগাতে হবে- শীতকালে বাইরের ঠান্ডা বাতাস যাতে ঘরে না আসে সেজন্য জানালায় মোটা পর্দা লাগাতে পারেন। অন্যদিকে শীতকালে ঘরের জন্য গাঢ় রঙের পর্দা বেছে নেওয়াই ভালো। এর কারণে বাইরের ঠান্ডা ঘরে প্রবেশ করে না এবং ঘর অনেকক্ষণ গরম থাকে।
advertisement
2/5
প্লাস্টিকের মোড়ক ব্যবহার করুন: অনেক সময় ঘরের জানালা বন্ধ করার পরও পাশ থেকে বাতাস আসতে থাকে ফলে ঘর অল্প সময়ের মধ্যেই খুব ঠান্ডা হয়ে যায়। এই ক্ষেত্রে, জানালার প্রান্তে প্লাস্টিকের মোড়ক আটকে দেওয়া যেতে পারে।
advertisement
3/5
হট ব্যাগ ব্যবহার: শীতে নিজেকে উষ্ণ রাখতে হট ব্যাগ ব্যবহার করাও একটি ভাল বিকল্প। বিশেষ করে ঘুমানোর সময় বিছানায় হট ব্যাগ রাখলে বিছানা গরম থাকে এবং ঠান্ডা লাগে না।
advertisement
4/5
মেঝেতে কার্পেট দিতে হবে : শীত ঘরের মেঝে সবচেয়ে ঠান্ডা থাকে। এক্ষেত্রে মোটা কার্পেট বিছানো থাকলে সহজেই ঘর গরম হতে পারে।
advertisement
5/5
সূর্যের আলে জন্য জানালা খোলা রাখতে হবে : শীতে ঠান্ডা বাতাস এড়াতে মানুষ প্রায়ই ঘরের জানালা-দরজা বন্ধ রাখে। কিন্তু দিনের বেলা ঘরে সূর্যের আলো ঢুকতে দিতে হবে। এক্ষেত্রে সূর্যডোবার পর অবশ্যই জানলা বন্ধ করে ঘরের উষ্ণতা ধরে রাখতে হবে।