Tooth Care: দাঁতে মোটা হলুদ চর! মুখ খুললেই অস্বস্তি! শুধু এই একটি পাতা কাজে লাগান! রাতারাতি পাবেন ফল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tooth Care: দাঁতের হলুদ ভাব দূর করতে অনেক ধরনের পাতা এবং ভেষজ ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নিম পাতা।
advertisement
advertisement
নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছ। এগুলো মুখের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শুধু তাই নয়, নিম পাতা নিয়মিত ব্যবহারের ফলে দাঁতের গর্ত এবং মাড়ির রোগও নিরাময় করা যায়। এর নিয়মিত ব্যবহারে, প্লাক এবং টার্টার কমানো যায়, যা দাঁত সাদা রাখবে।
advertisement
advertisement
নিমের টুথব্রাশ ব্যবহার দাঁতের জন্যও সমানভাবে উপকারী। মুখের দুর্গন্ধ এবং দাঁতের হলদেটে ভাব দূর করতে নিমের কাথ দিয়ে কুলকুচি করাও খুবই ভাল বলে মনে করা হয়। নিম পাতা জলে ফুটিয়ে এক-চতুর্থাংশ জল অবশিষ্ট থাকা পর্যন্ত ফোটাতে হবে। তারপর সেই জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয়। এর সঙ্গে নিমের ছাল এবং নিমের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে।
advertisement