বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ। ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। মঙ্গল ও বুধবার প্রবল বর্ষণ। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। আর এই বৃষ্টির জন্য ভেজা জামা কাপড় শোকানো সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়ে বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে হয়। এতে জামা কাপড় শুকিয়ে গেলেও কাপড়ে একটা স্যাঁতস্যাতে দূর্গন্ধ থেকে যায়।
জীবাণু ও ছত্রাক থেকে নিজের সাধের পোশাকে বাঁচাতে নজর দিন কাচার পদ্ধতির উপর। কাচার আগে কাপড়ের কোনও অংশে কাদা লেগে থাকলে সেই অংশটি ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। কাপড় যদি ঘামে ভেজা থাকে তাহলে সেটিকে আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর, শেষ বার কাপড় ধোয়ার সময় জলে কোনও জীবাণু-নাশক লোশন মেশান।