How to get rid of spiders: বাড়ি পরিষ্কার রাখছেন, তাও মাকড়শা হচ্ছে? কেমিক্যাল স্প্রে নয়, বাড়ি থেকে মাকড়ৃশা তাড়ান এই ঘরোয়া উপায়ে

Last Updated:
বাড়ি পরিষ্কার রাখছেন, তাও মাকড়শা হচ্ছে? ছাদের কোণ, বা দু’টি দেওয়ালের মাঝখানে মাকড়শার জাল? খুব সহজ কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই বাড়ি মাকড়শা-মুক্ত করতে পারবেন--
1/5
বাড়ি পরিষ্কার রাখছেন, তাও মাকড়শা হচ্ছে? ছাদের কোণ, বা দু’টি দেওয়ালের মাঝখানে মাকড়শার জাল? মাকড়শা তাড়াতে বাজারচলতি কিছু রাসায়নিক স্প্রে পাওয়া যায়, কিন্তু সেগুলি ব্যবহার না করাই ভাল। বরং, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। খুব সহজ কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই বাড়ি মাকড়শা-মুক্ত করতে পারবেন--
বাড়ি পরিষ্কার রাখছেন, তাও মাকড়শা হচ্ছে? ছাদের কোণ, বা দু’টি দেওয়ালের মাঝখানে মাকড়শার জাল? মাকড়শা তাড়াতে বাজারচলতি কিছু রাসায়নিক স্প্রে পাওয়া যায়, কিন্তু সেগুলি ব্যবহার না করাই ভাল। বরং, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। খুব সহজ কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই বাড়ি মাকড়শা-মুক্ত করতে পারবেন--
advertisement
2/5
সাদা ভিনিগার: সাদা ভিনিগারের গন্ধ আর স্বাদ মাকড়সার খুব অপছন্দের। স্প্রে বোতলে সমান পরিমাণে ভিনিগার আর জল মিশিয়ে মাকড়সা আসার পথে আর জালে স্প্রে করে দিন। মাকড়শা পালাবে।
সাদা ভিনিগার: সাদা ভিনিগারের গন্ধ আর স্বাদ মাকড়সার খুব অপছন্দের। স্প্রে বোতলে সমান পরিমাণে ভিনিগার আর জল মিশিয়ে মাকড়সা আসার পথে আর জালে স্প্রে করে দিন। মাকড়শা পালাবে।
advertisement
3/5
পুদিনা ও পিপারমিন্ট অয়েল: পুদিনা পাতা একটু শুকিয়ে, মুখখোলা ছোট খামে ভরে ঘরের কোণায়-কোণায় রেখে দিন। মাকড়সা আসবে না। পিপারমিন্ট অয়েল-ও ভাল কাজ করে। স্প্রে বোতলে ১৫-২০ ফোঁটা পিপারমিন্ট তেল আর জল ভরে ঘরের কোণায়-কোণায় ছিটিয়ে দিন।
পুদিনা ও পিপারমিন্ট অয়েল: পুদিনা পাতা একটু শুকিয়ে, মুখখোলা ছোট খামে ভরে ঘরের কোণায়-কোণায় রেখে দিন। মাকড়সা আসবে না। পিপারমিন্ট অয়েল-ও ভাল কাজ করে। স্প্রে বোতলে ১৫-২০ ফোঁটা পিপারমিন্ট তেল আর জল ভরে ঘরের কোণায়-কোণায় ছিটিয়ে দিন।
advertisement
4/5
লেবু: লেবুর গন্ধও মাকড়সার যম। মাকড়সার আসা যাওয়ার পথে পাতিলেবুর খোসা রগড়ে দিতে পারেন। শীতকালে কমলালেবুর খোসা সারা রাত ভিনিগারে ডুবিয়ে, সকালে ওই ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে স্প্রে করুন। মাকড়সা দূর হবে।
লেবু: লেবুর গন্ধও মাকড়সার যম। মাকড়সার আসা যাওয়ার পথে পাতিলেবুর খোসা রগড়ে দিতে পারেন। শীতকালে কমলালেবুর খোসা সারা রাত ভিনিগারে ডুবিয়ে, সকালে ওই ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে স্প্রে করুন। মাকড়সা দূর হবে।
advertisement
5/5
দারচিনি-- দারচিনির গন্ধ মাকড়শা সহ্য করতে পারে না। ঘরের কোণায়-কোণায় অল্প দারচিনি গুঁড়ো ছিটিয়ে রাখুন। মাকড়শা পালাবে। ছড়িয়ে রাখতধে পারেন দারচিনি কাঠি-ও।
দারচিনি-- দারচিনির গন্ধ মাকড়শা সহ্য করতে পারে না। ঘরের কোণায়-কোণায় অল্প দারচিনি গুঁড়ো ছিটিয়ে রাখুন। মাকড়শা পালাবে। ছড়িয়ে রাখতধে পারেন দারচিনি কাঠি-ও।
advertisement
advertisement
advertisement