How to get rid of Lizard: বর্ষা এলেই বাড়ে টিকটিকি! পাঁচটির যে কোনও একটি বাড়িতে রাখুন আজই, লেজ গুটিয়ে পালাবে মুহূর্তে
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
How to get rid of Lizard: টিকিটিকির সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছগুলি ঘরে থাকুক, এতে টিকটিকি অনেকাংশে দূরে সরে যাবে।
*গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ঘরে টিকটিকির বাড়বাড়ন্ত অতিষ্ট করে তোলে। যারা ভয় পান টিকটিকিতে, তাদের জন্য আতঙ্ক বাড়ে। বিশেষ করে বর্ষাকালে দেওয়াল থেকে নেমে মাটিতে হাঁটতে শুরু করে বিশাল মাপের টিকটিকি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই, অনেক পন্থা অবলম্বন করেছেন। কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে কোনওকিছুতেই কোনও কাজ হয়নি। বহালতবিয়েতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে দানবীয় এক একটি টিকটিকি, আর আপনি সিঁটিয়ে রয়েছেন ভয়ে। তবে আর ভয় নেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছগুলি ঘরে থাকুক, এতে টিকটিকি অনেকাংশে দূরে সরে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement