Home Remedies: বর্ষায় আরশোলার জ্বালাতনে অতিষ্ট! ঘরোয়া এই ছোট্ট উপায়ে আজই ধ্বংস করুন পতঙ্গের বংশ

Last Updated:
Home Remedies: আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও আসলে এটি খুবই ক্ষতিকর। তবে ঘরোয়া উপায়ে খুব সহজেই এই পতঙ্গ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
1/7
*পুজোর আগে ঘর-বাড়ি পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েন প্রায় সকলেই। বাড়ি রং করানো থেকে শুরু করে ঘরের কোনা পরিস্কার করার সময় অনেক সময় আরশোলা ব্যাপক বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও আসলে এটি খুবই ক্ষতিকর। (তথ্য - সার্থক পন্ডিত)
*পুজোর আগে ঘর-বাড়ি পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েন প্রায় সকলেই। বাড়ি রং করানো থেকে শুরু করে ঘরের কোনা পরিস্কার করার সময় অনেক সময় আরশোলা ব্যাপক বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও আসলে এটি খুবই ক্ষতিকর। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
2/7
*ঘরের নোংরা জায়গাগুলি থেকে ঘরের নানা প্রান্তে ঘুরে বেড়ায় এই পতঙ্গ গুলি। কখনও আবার খাবার-দাবারের উপরেও চলে যায়। ফলে ওই পতঙ্গের গায়ে লেগে থাকা জীবাণুও ছড়িয়ে পড়ে খাবারের মধ্যে। তবে কিছু ঘরোয়া কৌশল মানলে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যাবে এই আরশোলার থেকে। 
*ঘরের নোংরা জায়গাগুলি থেকে ঘরের নানা প্রান্তে ঘুরে বেড়ায় এই পতঙ্গ গুলি। কখনও আবার খাবার-দাবারের উপরেও চলে যায়। ফলে ওই পতঙ্গের গায়ে লেগে থাকা জীবাণুও ছড়িয়ে পড়ে খাবারের মধ্যে। তবে কিছু ঘরোয়া কৌশল মানলে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যাবে এই আরশোলার থেকে। 
advertisement
3/7
*বেকিং সোডার গন্ধ আরশোলা দূর করতে খুব কাজে লাগে। সমান পরিমাণ চিনি আর বেকিং সোডা নিয়ে একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে ভাল করে। বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে খুব সহজেই ঘর থেকে দূর হবে আরশোলার। 
*বেকিং সোডার গন্ধ আরশোলা দূর করতে খুব কাজে লাগে। সমান পরিমাণ চিনি আর বেকিং সোডা নিয়ে একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে ভাল করে। বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে খুব সহজেই ঘর থেকে দূর হবে আরশোলার। 
advertisement
4/7
*সপ্তাহে দু'দিন বা তিন দিন করে এই পদ্ধতি মানতে হবে। এই চিনির ও বেকিংসোডা গুঁড়ো পদ্ধতিটি তিনআক্সসপ্তাহ কাজে লাগাতে পারলে আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে। এটি একেবারে প্রাকৃতিক উপায়। যা আরশোলা তাড়ানো সম্ভব আর মানুষের শরীরেরও ক্ষতি হয় না। (তথ্য - সার্থক পন্ডিত)
*সপ্তাহে দু'দিন বা তিন দিন করে এই পদ্ধতি মানতে হবে। এই চিনির ও বেকিংসোডা গুঁড়ো পদ্ধতিটি তিনআক্সসপ্তাহ কাজে লাগাতে পারলে আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে। এটি একেবারে প্রাকৃতিক উপায়। যা আরশোলা তাড়ানো সম্ভব আর মানুষের শরীরেরও ক্ষতি হয় না। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
5/7
*নিম পাতা থেকে নিমের তেল খুব সহজেই রান্নাঘর থেকে পোকামাকড়কে দূরে রাখতে দারুন ভাবে কাজ করে। রান্নাঘরে পোকামাকড় আটকাতে গরম জলে নিমের তেলও ছিটিয়ে দিতে পারেন। এই জল কোনায় কোনায় স্প্রে করলে খুব সহজেই পালাবে আরশোলা।
*নিম পাতা থেকে নিমের তেল খুব সহজেই রান্নাঘর থেকে পোকামাকড়কে দূরে রাখতে দারুন ভাবে কাজ করে। রান্নাঘরে পোকামাকড় আটকাতে গরম জলে নিমের তেলও ছিটিয়ে দিতে পারেন। এই জল কোনায় কোনায় স্প্রে করলে খুব সহজেই পালাবে আরশোলা।
advertisement
6/7
*দুই চামচ ময়দা বা আটা এবং এক চামচ কোকো পাউডার একসঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণটি বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে। এই মিশ্রণ খেয়ে সহজেই বাড়ি থেকে দূর হবে আরশোলা। 
*দুই চামচ ময়দা বা আটা এবং এক চামচ কোকো পাউডার একসঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণটি বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে। এই মিশ্রণ খেয়ে সহজেই বাড়ি থেকে দূর হবে আরশোলা। 
advertisement
7/7
*আরশোলা তাড়ানোর জন্য সবচেয়ে সহজ ও সস্তা উপাদান তেজপাতা। আরশোলার হাত থেকে মুক্তি পেতে তেজপাতা গুঁড়ো করে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দু-তিন দিন এ ভাবে তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে। (তথ্য - সার্থক পন্ডিত)
*আরশোলা তাড়ানোর জন্য সবচেয়ে সহজ ও সস্তা উপাদান তেজপাতা। আরশোলার হাত থেকে মুক্তি পেতে তেজপাতা গুঁড়ো করে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দু-তিন দিন এ ভাবে তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আরশোলার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
advertisement
advertisement