সিবিএসই এগিয়ে এসেছে ১ মাস! সিলেবাস শেষ করতে এগোতে হবে ধাপে ধাপে

Last Updated:
1/5
সিবিএসই পরীক্ষা এগিয়ে এসেছে ১ মাস৷ এদিকে সিলেবাসের দিকে তাকালেই কান্না পাচ্ছে? মনে হচ্ছে এত পড়া শেষ করবো কীভাবে? চাপ না নিয়ে কীভাবে সিলেবাস শেষ করা যাবে সেই টিপস দিচ্ছেন মনোবিদ ইন্দ্রাণী ব্যানার্জি সারঙ্গি৷
সিবিএসই পরীক্ষা এগিয়ে এসেছে ১ মাস৷ এদিকে সিলেবাসের দিকে তাকালেই কান্না পাচ্ছে? মনে হচ্ছে এত পড়া শেষ করবো কীভাবে? চাপ না নিয়ে কীভাবে সিলেবাস শেষ করা যাবে সেই টিপস দিচ্ছেন মনোবিদ ইন্দ্রাণী ব্যানার্জি সারঙ্গি৷
advertisement
2/5
সময় যখন এগিয়ে আসে তখন সিলেবাসের দিকে তাকালে মনে হয় অনেকটা বড়৷ একেকটা বিষয়ে ১৫-১৬টা করে চ্যাপটার৷ যদি একসঙ্গে পুরো বিষয়টা দেখি তখন লক্ষ্যটা খুব কঠিন মনে হয়৷ তাই প্রথমেই ১৬টা চ্যাপটারকে ছোট ছোট ১৬টা লক্ষ্যে ভেঙে নিতে হবে৷
সময় যখন এগিয়ে আসে তখন সিলেবাসের দিকে তাকালে মনে হয় অনেকটা বড়৷ একেকটা বিষয়ে ১৫-১৬টা করে চ্যাপটার৷ যদি একসঙ্গে পুরো বিষয়টা দেখি তখন লক্ষ্যটা খুব কঠিন মনে হয়৷ তাই প্রথমেই ১৬টা চ্যাপটারকে ছোট ছোট ১৬টা লক্ষ্যে ভেঙে নিতে হবে৷
advertisement
3/5
যখন চ্যাপটার অনুযায়ী লক্ষ্যগুলো ভাঙা হয়ে যাবে, তখন ছোট ছোট সময়ের লক্ষ্য তৈরি করতে হবে৷ যেমন সকালে টানা ৩ ঘণ্টা পড়ে একটা চ্যাপটার শেষ করবো৷ এটা হবে সকালের ৩ ঘণ্টার লক্ষ্য৷
যখন চ্যাপটার অনুযায়ী লক্ষ্যগুলো ভাঙা হয়ে যাবে, তখন ছোট ছোট সময়ের লক্ষ্য তৈরি করতে হবে৷ যেমন সকালে টানা ৩ ঘণ্টা পড়ে একটা চ্যাপটার শেষ করবো৷ এটা হবে সকালের ৩ ঘণ্টার লক্ষ্য৷
advertisement
4/5
৩ ঘণ্টা পর যখন সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাবো তখন আমাদের মধ্যে একটা পজিটিভ ফিল তৈরি হবে৷ যেটা আমাদের সাহায্য করবে বাকিগুলো লক্ষ্যগুলোতে পৌঁছতে৷ আর এই সময়ই ঠিক করে নিতে হবে স্ট্র্যাটেজি৷
৩ ঘণ্টা পর যখন সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাবো তখন আমাদের মধ্যে একটা পজিটিভ ফিল তৈরি হবে৷ যেটা আমাদের সাহায্য করবে বাকিগুলো লক্ষ্যগুলোতে পৌঁছতে৷ আর এই সময়ই ঠিক করে নিতে হবে স্ট্র্যাটেজি৷
advertisement
5/5
খুব সহজ সেই স্ট্র্যাটেজি৷ কতটা বাকি রয়েছে সিলেবাসের সেউ দিকে না তাকিয়ে ফোকাস করতে হবে কতটা শেষ হয়েছে তার দিকে৷ অর্থাৎ, কতগুলো লক্ষ্য আমরা পূরণ করে ফেলেছি সেই দিকে৷
খুব সহজ সেই স্ট্র্যাটেজি৷ কতটা বাকি রয়েছে সিলেবাসের সেউ দিকে না তাকিয়ে ফোকাস করতে হবে কতটা শেষ হয়েছে তার দিকে৷ অর্থাৎ, কতগুলো লক্ষ্য আমরা পূরণ করে ফেলেছি সেই দিকে৷
advertisement
advertisement
advertisement