Home » Photo » life-style » Kitchen Hacks| Knowledge Story|| কবে শেষ হতে পারে সিলিন্ডার? কতটা গ্যাস বাকি আছে? এক ফালি ন্যাকড়ায় লুকিয়ে সমাধান!
Kitchen Hacks| Knowledge Story|| কবে শেষ হতে পারে সিলিন্ডার? কতটা গ্যাস বাকি আছে? এক ফালি ন্যাকড়ায় লুকিয়ে সমাধান!
Easy trick to find how much gas is left in your LPG cylinder: ঘরোয়া এই পদ্ধতিতে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার সিলিন্ডারে কতটা গ্যাস আছে বা কতদিন চলতে পারে সিলিন্ডার। এই পদ্ধতি অত্যন্ত সহজ ও কার্যকর।
*রান্না করতে করতে গ্যাস শেষ! এ ঘটনা আকছাড়ই ঘটে গৃহস্থের হেঁশেলে। কারণ সিলিন্ডারে কতটা গ্যাস পড়ে রয়েছে, তা বাইরে থেকে দেখে কোনওভাবেই বোঝা সম্ভব নয়। সংগৃহীত ছবি।
2/ 7
*সিলিন্ডারে কতটা গ্যাস আছে, তা বুঝতে কেউ সিলিন্ডারের ওজন মাপেন। কেউ আবার আগুনের রঙ এবং তেজ দেখে বোঝার চেষ্টা করেন। কিন্তু তাতেও সব সময়ে যে সঠিক বোঝা যায় এমনটা নয়। সংগৃহীত ছবি।
3/ 7
*তবে এ সবের বাইরে একটি পদ্ধতি আছে, যাতে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার সিলিন্ডারে কতটা গ্যাস আছে বা কতদিন চলতে পারে সিলিন্ডার। এই পদ্ধতি অত্যন্ত সহজ ও কার্যকর। সংগৃহীত ছবি।
4/ 7
*বিশেষজ্ঞদের দাবি, সিলিন্ডারে গ্যাসের পরিমাণ বুঝতে দরকার শুধু একটুকরো ভিজা ন্যাকড়া বা কাপড়। একটি কাপড় ভিজিয়ে, তা ভাল করে নিংড়ে নিতে হবে। সংগৃহীত ছবি।
5/ 7
*এ বারে ন্যাকড়াটি পেঁচিয়ে দিতে হবে যে সিলিন্ডার ব্যবহার হচ্ছে রান্নাঘরে তার গায়ে। এরপর মিনিট খানেক অপেক্ষা করলেই কেল্লাফতে। কারণ তখনই দেখা যাবে ন্যাকড়ার কিছুটা অংশ ভিজে থাকলেও, কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে। সংগৃহীত ছবি।
6/ 7
*বিশেষজ্ঞদের দাবি, যে অংশটুকু ভিজা থাকবে, বুঝে নিতে হবে সেই টুকুই গ্যাস অবশিষ্ট রয়েছে সিলিন্ডারে। তাহলে আপনার সমস্যার সমাধান হল তো? সংগৃহীত ছবি।
7/ 7
*কিন্তু কেন এমন হয়? জানা গিয়েছে, রান্নার সিলিন্ডারে ভরা এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের উষ্ণতা খালি অংশের তুলনায় কিছুটা কম থাকে। আর তাতেই সেই অংশে জড়িয়ে রাখা ন্যাকড়া ভিজা থাকে। আর খালি অংশের কাপড় তুলনামূলক ভাবে দ্রুত শুকিয়ে যায়। সংগৃহীত ছবি।