Rainy Season: বর্ষায় কাপড়ে স্যাঁসসেঁতে ভাব কাটছে না? এই ঘরোয়া উপায়ে মেনে চলুন, বৃষ্টিতেও শুকনো খটখটে থাকবে জামা কাপড়, রইল ম্যাজিক টিপস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বর্ষায় জামাকাপড় ভাল করে শুকোয় না৷ ফলে ছত্রাক বাসা বাঁধে৷ তাহলে উপায়? এই কয়েকটা ঘরোয়া উপায় মেনে চলুন৷ তাহলেই এই বর্ষাতেও জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব উধাও হয়ে যাবে৷
advertisement
বাইরে ব্যালকনিতে তো শুকোতে দেওয়া যায় না৷ ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা-কাপড় মেলতে হয়৷ কিন্তু ঘরেও এই সময় আর্দ্রতা বেশি থাকে৷ ফলে সেখান থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়৷ রোদ না পাওয়া জামা-কাপড়গুলোতে স্যাঁতসেঁতে ভাব থাকে৷ আর তাতেই সমস্যা৷ জামাকাপড়ের মধ্যে ছত্রাক বাসা বাঁধে৷ তাহলে উপায়? এই কয়েকটা ঘরোয়া উপায় মেনে চলুন৷ তাহলেই এই বর্ষাতেও জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব উধাও হয়ে যাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement