একগাদা খরচ করবেন কেন? ঘরে বসেই করুন হেয়ার স্পা, জিনিসপত্র মিলবে রান্নাঘরেই
- Published by:Shubhagata Dey
Last Updated:
How to do Hair Spa treatments at home: চুলের সমস্যায় ভাল কাজ করবে এমন কিছু হেয়ার মাস্ক নিয়ে এখানে আলোচনা করা হল।
advertisement
advertisement
advertisement
*সুস্থ ও মজবুত চুলের জন্য ডিমের মাস্ক: ত্বক ও চুলের যত্নে ডিম অত্যন্ত কার্যকরী উপাদান। একটা ডিম ফাটিয়ে তাতে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এবার ব্রাশ দিয়ে সেটা লাগাতে হবে চুল এবং মাথার ত্বকে। শুকোনোর জন্য মিনিট ২০ অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। চিন্তা নেই, চুল ২ বার ধুয়ে নিলেই ডিমের গন্ধ চলে যাবে।
advertisement
*রুক্ষ চুলের জন্য গ্রিন টি মাস্ক: চুল পড়া নিয়ে যারা নাজেহাল তাঁদের জন্য এটা অব্যর্থ। অনেক সময় মাথার ত্বকে ময়লা জমে। তার জেরেই চুল পড়া শুরু হয়। গ্রিন টি চুল পড়া কমানোর পাশাপাশি সমস্ত ময়লা পরিষ্কার করে দেবে। ১-২টি গ্রিন টি ব্যাগ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। মিনিট পাঁচেক বসুক। এবার সেটা ঠান্ডা করে মাথার ত্বকে ঢেলে দিতে হবে। সঙ্গে মাসাজ করতে হবে আলতো হাতে। ১৫ মিনিট পর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিলেই হবে।
advertisement