একগাদা খরচ করবেন কেন? ঘরে বসেই করুন হেয়ার স্পা, জিনিসপত্র মিলবে রান্নাঘরেই

Last Updated:
How to do Hair Spa treatments at home: চুলের সমস্যায় ভাল কাজ করবে এমন কিছু হেয়ার মাস্ক নিয়ে এখানে আলোচনা করা হল।
1/6
*কীভাবে সহজে হেয়ার মাস্ক তৈরি করা যায়? এই নিয়ে প্রতিদিন হাজার হাজার সার্চ হয় ইন্টারনেটে। কিন্তু চুলের কোন চিকিৎসায় হেয়ার মাস্ক দরকার আগে সেটা জানা গুরুত্বপূর্ণ। তাছাড়া হেয়ার মাস্কে কোন কোন উপাদান রাখলে ভাল কাজ করবে সেটাও আগে বুঝতে হবে।
*কীভাবে সহজে হেয়ার মাস্ক তৈরি করা যায়? এই নিয়ে প্রতিদিন হাজার হাজার সার্চ হয় ইন্টারনেটে। কিন্তু চুলের কোন চিকিৎসায় হেয়ার মাস্ক দরকার আগে সেটা জানা গুরুত্বপূর্ণ। তাছাড়া হেয়ার মাস্কে কোন কোন উপাদান রাখলে ভাল কাজ করবে সেটাও আগে বুঝতে হবে।
advertisement
2/6
*নিখুঁত হেয়ার মাস্ক পেতে সঠিক উপাদানগুলি কাজে লাগাতে হবে এবং সঠিক মিশ্রণ তৈরি করতে হবে। চুলের সমস্যায় ভাল কাজ করবে এমন কিছু হেয়ার মাস্ক নিয়ে এখানে আলোচনা করা হল। পাশাপাশি রইল বাড়তেই হেয়ার স্পা করার কিছু আইডিয়াও।
*নিখুঁত হেয়ার মাস্ক পেতে সঠিক উপাদানগুলি কাজে লাগাতে হবে এবং সঠিক মিশ্রণ তৈরি করতে হবে। চুলের সমস্যায় ভাল কাজ করবে এমন কিছু হেয়ার মাস্ক নিয়ে এখানে আলোচনা করা হল। পাশাপাশি রইল বাড়তেই হেয়ার স্পা করার কিছু আইডিয়াও।
advertisement
3/6
*নারকেল দুধের স্পা: নারকেল পুষ্টি গুণে ভরপুর। এটা ত্বক এবং চোখের জন্য খুব ভাল। এক কাপ নারকেল দুধ নিয়ে চুলে আলতো হাতে মাসাজ করতে হবে। তারপর তোয়ালে জড়িয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। সপ্তাহে একবার করলেই হাতে-নাতে ফল পাওয়া যাবে।
*নারকেল দুধের স্পা: নারকেল পুষ্টি গুণে ভরপুর। এটা ত্বক এবং চোখের জন্য খুব ভাল। এক কাপ নারকেল দুধ নিয়ে চুলে আলতো হাতে মাসাজ করতে হবে। তারপর তোয়ালে জড়িয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। সপ্তাহে একবার করলেই হাতে-নাতে ফল পাওয়া যাবে।
advertisement
4/6
*সুস্থ ও মজবুত চুলের জন্য ডিমের মাস্ক: ত্বক ও চুলের যত্নে ডিম অত্যন্ত কার্যকরী উপাদান। একটা ডিম ফাটিয়ে তাতে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এবার ব্রাশ দিয়ে সেটা লাগাতে হবে চুল এবং মাথার ত্বকে। শুকোনোর জন্য মিনিট ২০ অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। চিন্তা নেই, চুল ২ বার ধুয়ে নিলেই ডিমের গন্ধ চলে যাবে।
*সুস্থ ও মজবুত চুলের জন্য ডিমের মাস্ক: ত্বক ও চুলের যত্নে ডিম অত্যন্ত কার্যকরী উপাদান। একটা ডিম ফাটিয়ে তাতে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এবার ব্রাশ দিয়ে সেটা লাগাতে হবে চুল এবং মাথার ত্বকে। শুকোনোর জন্য মিনিট ২০ অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। চিন্তা নেই, চুল ২ বার ধুয়ে নিলেই ডিমের গন্ধ চলে যাবে।
advertisement
5/6
*রুক্ষ চুলের জন্য গ্রিন টি মাস্ক: চুল পড়া নিয়ে যারা নাজেহাল তাঁদের জন্য এটা অব্যর্থ। অনেক সময় মাথার ত্বকে ময়লা জমে। তার জেরেই চুল পড়া শুরু হয়। গ্রিন টি চুল পড়া কমানোর পাশাপাশি সমস্ত ময়লা পরিষ্কার করে দেবে। ১-২টি গ্রিন টি ব্যাগ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। মিনিট পাঁচেক বসুক। এবার সেটা ঠান্ডা করে মাথার ত্বকে ঢেলে দিতে হবে। সঙ্গে মাসাজ করতে হবে আলতো হাতে। ১৫ মিনিট পর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিলেই হবে।
*রুক্ষ চুলের জন্য গ্রিন টি মাস্ক: চুল পড়া নিয়ে যারা নাজেহাল তাঁদের জন্য এটা অব্যর্থ। অনেক সময় মাথার ত্বকে ময়লা জমে। তার জেরেই চুল পড়া শুরু হয়। গ্রিন টি চুল পড়া কমানোর পাশাপাশি সমস্ত ময়লা পরিষ্কার করে দেবে। ১-২টি গ্রিন টি ব্যাগ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। মিনিট পাঁচেক বসুক। এবার সেটা ঠান্ডা করে মাথার ত্বকে ঢেলে দিতে হবে। সঙ্গে মাসাজ করতে হবে আলতো হাতে। ১৫ মিনিট পর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিলেই হবে।
advertisement
6/6
*খুশকি এবং চুলকানির জন্য পুষ্টিকর চুলের মাস্ক: একটা পাত্রে ১-২ টেবিল চামচ হেয়ার কন্ডিশনার, ১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ গ্লিসারিন এবং ১/৪ চা চামচ ভিনিগার ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা লাগাতে হবে চুলের গোড়ায়। ২০ মিনিট পর সাধারণ জলে চুল ধুয়ে ফেলতে হবে।
*খুশকি এবং চুলকানির জন্য পুষ্টিকর চুলের মাস্ক: একটা পাত্রে ১-২ টেবিল চামচ হেয়ার কন্ডিশনার, ১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ গ্লিসারিন এবং ১/৪ চা চামচ ভিনিগার ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা লাগাতে হবে চুলের গোড়ায়। ২০ মিনিট পর সাধারণ জলে চুল ধুয়ে ফেলতে হবে।
advertisement
advertisement
advertisement