Insect Problem: লাইট জ্বালালেই ঘরে পোকার উ‍ত্‍পাত? বিদায় করুন এই সহজ উপায়ে

Last Updated:
কয়েকটি ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়ি থেকে পোকাদের বিদায় করা সম্ভব।
1/6
বর্ষাকালে বাড়ে পোকামাকড়ের উ‍ত্‍পাত। মশা, মাছি থেকে শুরু করে বিভিন্ন পোকার জ্বালায় মাঝে মাধ‍্যেই অতিষ্ঠ হয়ে ওঠেন সকলে। বিশেষত লাইট জ্বালালেই ঘরে ঢুকে আস ঝাঁকে ঝাঁকে পোকা। কিন্তু কয়েকটি ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়ি থেকে পোকাদের বিদায় করা সম্ভব।
বর্ষাকালে বাড়ে পোকামাকড়ের উ‍ত্‍পাত। মশা, মাছি থেকে শুরু করে বিভিন্ন পোকার জ্বালায় মাঝে মাধ‍্যেই অতিষ্ঠ হয়ে ওঠেন সকলে। বিশেষত লাইট জ্বালালেই ঘরে ঢুকে আস ঝাঁকে ঝাঁকে পোকা। কিন্তু কয়েকটি ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়ি থেকে পোকাদের বিদায় করা সম্ভব।
advertisement
2/6
বেকিং সোডা এবং লেবু স্প্রে ব্যবহার করুন: পোকামাকড়ের হাত থেকে পরিত্রাণ পেতে, বেকিং সোডা এবং লেবুর রস ব‍্যবহার করতে পারেন। এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা এবং ২টি লেবুর রস ছেঁকে নিন। এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণায় স্প্রে করুন। এতে ঘরে উপস্থিত পোকামাকড় সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবে।
বেকিং সোডা এবং লেবু স্প্রে ব্যবহার করুন: পোকামাকড়ের হাত থেকে পরিত্রাণ পেতে, বেকিং সোডা এবং লেবুর রস ব‍্যবহার করতে পারেন। এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা এবং ২টি লেবুর রস ছেঁকে নিন। এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণায় স্প্রে করুন। এতে ঘরে উপস্থিত পোকামাকড় সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবে।
advertisement
3/6
পোকা তাড়াবে গোলমরিচ: এক কাপ জলে ২ চা চামচ গোলমরিচ গুড়ো গুঁড়ো মিশিয়ে নিন। তারপর একটি স্প্রে বোতলে ভরে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। গোলমরিচ বাড়িতে পোকামাকড় আসতে দেবে না।
পোকা তাড়াবে গোলমরিচ: এক কাপ জলে ২ চা চামচ গোলমরিচ গুড়ো গুঁড়ো মিশিয়ে নিন। তারপর একটি স্প্রে বোতলে ভরে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। গোলমরিচ বাড়িতে পোকামাকড় আসতে দেবে না।
advertisement
4/6
এসেন্সিয়াল ওয়েল বা সুগন্ধি তেল: সুগন্ধি তেলের গন্ধেও দূরে থাকে পোকা মাকড়। ঘর মোছার জলে মিশিয়ে দিন কয়েকফোঁটা সুগন্ধি তেল।
এসেন্সিয়াল ওয়েল বা সুগন্ধি তেল: সুগন্ধি তেলের গন্ধেও দূরে থাকে পোকা মাকড়। ঘর মোছার জলে মিশিয়ে দিন কয়েকফোঁটা সুগন্ধি তেল।
advertisement
5/6
নিম: পোকামাকড়রা অ্যান্টিব্যাকটেরিয়াল নিম পাতার গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই রাতে বাল্ব জ্বালালেই যদি পোকা মাকড়ের উ‍ত্‍পাত বাড়ে, তাহলে বাল্বের পাশেই নিমের ডাল ঝুলিয়ে রাখতে পারেন। জলের নিমের তেল মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়েও দিতে পারেন
নিম: পোকামাকড়রা অ্যান্টিব্যাকটেরিয়াল নিম পাতার গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই রাতে বাল্ব জ্বালালেই যদি পোকা মাকড়ের উ‍ত্‍পাত বাড়ে, তাহলে বাল্বের পাশেই নিমের ডাল ঝুলিয়ে রাখতে পারেন। জলের নিমের তেল মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়েও দিতে পারেন
advertisement
6/6
তুলসি: তুলসি গাছ বাড়িঘর পোকামাকড় মুক্ত রাখে। বাড়ির আশেপাশে বা বারান্দায় তুলসী গাছ লাগাতে পারেন।
তুলসি: তুলসি গাছ বাড়িঘর পোকামাকড় মুক্ত রাখে। বাড়ির আশেপাশে বা বারান্দায় তুলসী গাছ লাগাতে পারেন।
advertisement
advertisement
advertisement