বর্ষাকাল মানেই মহিলাদের অনেকের সর্বনাশ। ঘনঘন তলপেটে ব্যথা আর যৌনাঙ্গে প্রদাহ, চিকৎসকরা বলছেন এগুলিই ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের প্রধান উপসর্গ।এই রোগ একই সঙ্গে যন্ত্রণার আবার প্রাণঘাতীও। জানুন কী করবেন কী করবেন না। অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল খেতে হবে শরীরের বর্জ্য নিষ্কাশনের জন্য। সুস্থ যৌনজীবন, শৌচাগারের পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজনীয়। কোনও অবস্থাতেই টয়লেট চেপে রাখা চলবে না। যতবার বাথরুমে যাবেন যৌনাঙ্গ ধোয়া অভ্যেস করুন। এই অভ্যেস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে।