Home Made Hair Color: প্যাকেটের রাসায়নিক রং-এ বারোটা বাজছে চুলের! রান্নার উপকরণ দিয়েই হবে চুলের রঙ!
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Edited by:Pooja Basu
Last Updated:
ভাবছেন ঘরোয়া উপায়ে এবং রান্নাঘরের কোন জিনিস দিয়ে কিভাবে চুলে রঙ করা যায়?এই বিষয়ে রইল কিছু টিপস
advertisement
চায়ের লিকার,কন্ডিশনার-দারচিনি,কফি পাউডার দিয়েই পাবেন দারুন চুলের রঙ।শুধু মেনে চলতে হবে কিছু পদ্ধতি। বিউটিশিয়ান মিতালী পণ্ডিত জানান,"ঘরোয়া উপায়ে চুলে রঙ করতে হলে,একটু ধৈর্য্য ধরতে হবে।ক্যামিকেল রঙ ১৫-২০ মিনিট রাখলে চুলে রঙ সহজে চলে আসে।ঘরোয়া উপায়ে চুল রঙ করতে চাইলে দু'ঘণ্টা হাতে সময় নিতেই হবে।"
advertisement
advertisement
স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য চায়ের ভূমিকার কথা সকলের জানা। কিন্তু চুলে রঙ করতেও চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামোমাইল টি ব্যাগ ব্যবহার করতে হবে। গরম জলে ক্যামোমাইল টি ব্যাগ ডুবিয়ে রাখতে হবে। রং ছাড়তে থাকলে গুলে নিতে হবে জলে। এ বার ওই জল দিয়ে চুল ধুয়ে রোদে বসে থাকতে হবে আধ ঘণ্টা। তিন-চার বার এমন করার পরে দেখা যাবে চুলে লালচে আভা ধরেছে।
advertisement
দারচিনি ও কন্ডিশনার ব্যবহার করেও চুলের রঙ আনা সম্ভব।১০-১২ টি দারচিনি গুঁড়ো করে নিতে হবে। এবারে তাতে কন্ডিশনার মেশাতে হবে। এর পর একটি ব্রাশ দিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ওই মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে তা বেঁধে রাখতে হবে। মাথায় শাওয়ার ক্যাপ আটকে রেখে দিতে হবে।রাতের বেলা এই প্রক্রিয়া করা ভাল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিলেই দেখা যাবে চুলের নতুন রূপ।
advertisement