Clean Ceiling Fan: সিলিং ফ‍্যান পরিষ্কার করুন এইভাবে, মিনিটে হবে ঝকঝকে! ধুলো থেকে বাঁচবে আপনার মাথা এবং ঘর

Last Updated:
খুব সহজেই কীভাবে পরিষ্কার করা যায় সিলিং ফ‍্যান
1/8
আসতে আসতে বিদায় নিচ্ছে শীত। ফের একটু একটু করে ভাসতে শুরু করেছে ঘাম। এবার বাড়ির সিলিং ফ‍্যান গুলোর ‘শীতঘুম’ কাটিয়ে জেগে ওঠার পালা। তবে ফ‍্যান ঘোরাবার আগে মাথাব‍্যথা হয়ে দাঁড়িয়েছে ফ‍্যানের গায়ে লেগে থাকা একপ্রস্থ ধুলো। অনেকখানি উঁচুতে থাকা ফ‍্যান পরিষ্কার করা মহাঝক্কির ব‍্যাপার।
আসতে আসতে বিদায় নিচ্ছে শীত। ফের একটু একটু করে ভাসতে শুরু করেছে ঘাম। এবার বাড়ির সিলিং ফ‍্যান গুলোর ‘শীতঘুম’ কাটিয়ে জেগে ওঠার পালা। তবে ফ‍্যান ঘোরাবার আগে মাথাব‍্যথা হয়ে দাঁড়িয়েছে ফ‍্যানের গায়ে লেগে থাকা একপ্রস্থ ধুলো। অনেকখানি উঁচুতে থাকা ফ‍্যান পরিষ্কার করা মহাঝক্কির ব‍্যাপার।
advertisement
2/8
সিলিং ফ‍্যান পরিষ্কার করা অনেকের কাছেই বেশ কঠিন কাজ। পুরো শীত জুড়ে বন্ধ থাকায় মোটা ধুলো জমে যায় ফ‍্যানে। আপনিও যদি এমনটাই ভেবে মাথায় দিয়ে থাকেন, তবে এই প্রতিবেদন আপনারই জন‍্য। খুব সহজেই কীভাবে পরিষ্কার করা যায় সিলিং ফ‍্যান? জেনে নিন সহজ উপায়
সিলিং ফ‍্যান পরিষ্কার করা অনেকের কাছেই বেশ কঠিন কাজ। পুরো শীত জুড়ে বন্ধ থাকায় মোটা ধুলো জমে যায় ফ‍্যানে। আপনিও যদি এমনটাই ভেবে মাথায় দিয়ে থাকেন, তবে এই প্রতিবেদন আপনারই জন‍্য। খুব সহজেই কীভাবে পরিষ্কার করা যায় সিলিং ফ‍্যান? জেনে নিন সহজ উপায়
advertisement
3/8
পুরনো বালিশের ঢাকনা: সিলিং ফ্যান পরিষ্কার করতে বালিশের ঢাকনা ব‍্যবহার করতে পারেন। বালিশের ঢাকনা দিয়ে খুব সহজেই ফ‍্যান পরিষ্কার করা যায়। বালিশের ঢাকনা ফ‍্যানে পরিয়ে দিন। এবার ভাল করে ঘষে দিলেই সহজে পরিষ্কার হবে ফ‍্যান।
পুরনো বালিশের ঢাকনা: সিলিং ফ্যান পরিষ্কার করতে বালিশের ঢাকনা ব‍্যবহার করতে পারেন। বালিশের ঢাকনা দিয়ে খুব সহজেই ফ‍্যান পরিষ্কার করা যায়। বালিশের ঢাকনা ফ‍্যানে পরিয়ে দিন। এবার ভাল করে ঘষে দিলেই সহজে পরিষ্কার হবে ফ‍্যান।
advertisement
4/8
ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে: অনেকেই সোফা, কার্পেটের মতো জিনিস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করেন। তবে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফ‍্যানও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। এ জন্য চেয়ার বা স্টুলে দাঁড়িয়ে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ফ্যান পরিষ্কার করুন। এতে করে নিমেষেই সব ময়লা চলে যাবে এবং আপনার ফ্যান একদম ঝকঝকে দেখাবে।
ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে: অনেকেই সোফা, কার্পেটের মতো জিনিস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করেন। তবে, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফ‍্যানও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। এ জন্য চেয়ার বা স্টুলে দাঁড়িয়ে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে ফ্যান পরিষ্কার করুন। এতে করে নিমেষেই সব ময়লা চলে যাবে এবং আপনার ফ্যান একদম ঝকঝকে দেখাবে।
advertisement
5/8
মোজা ব্যবহার করুন: বাড়িতে অনেক পুরনো মোজা রয়েছে। এগুলি ব্যবহার করে সহজেই ফ্যান পরিষ্কার করতে পারেন। এ জন্য ফুল সাইজের সুতির মোজা অর্থাত্‍ একটু লম্লা ধরণের মোজা ব‍্যবহার করুন।
মোজা ব্যবহার করুন: বাড়িতে অনেক পুরনো মোজা রয়েছে। এগুলি ব্যবহার করে সহজেই ফ্যান পরিষ্কার করতে পারেন। এ জন্য ফুল সাইজের সুতির মোজা অর্থাত্‍ একটু লম্লা ধরণের মোজা ব‍্যবহার করুন।
advertisement
6/8
মোজা জলে ভিজিয়ে নিচড়ে নিন। তারপর সেই মোজা দিয়ে ফ্যানের ব্লেড ঢেকে দিন। এবার মোজার যে প্রান্ত বাইরের দিকে রয়েছে সেটি ধরে টানুন। ব‍্যাস মুহূর্তেই চকচকে হয়ে উঠবে ফ‍্যান।
মোজা জলে ভিজিয়ে নিচড়ে নিন। তারপর সেই মোজা দিয়ে ফ্যানের ব্লেড ঢেকে দিন। এবার মোজার যে প্রান্ত বাইরের দিকে রয়েছে সেটি ধরে টানুন। ব‍্যাস মুহূর্তেই চকচকে হয়ে উঠবে ফ‍্যান।
advertisement
7/8
কবওয়েব ব্রাশ: কবওয়েব ব্রাশ বা জালের মতো মাথাওয়ালা ঝুল ঝাড়ার ব্রাশ দিয়েও সহজেই ফ‍্যান পরিষ্কার করতে পারেন। এর জন্য পাখার ব্লেডে কাবওয়েব ব্রাশ লাগিয়ে সোয়াইপ করুন। এতে ফ্যানের ওপর জমে থাকা ধুলোবালি দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার ফ্যান সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।
কবওয়েব ব্রাশ: কবওয়েব ব্রাশ বা জালের মতো মাথাওয়ালা ঝুল ঝাড়ার ব্রাশ দিয়েও সহজেই ফ‍্যান পরিষ্কার করতে পারেন। এর জন্য পাখার ব্লেডে কাবওয়েব ব্রাশ লাগিয়ে সোয়াইপ করুন। এতে ফ্যানের ওপর জমে থাকা ধুলোবালি দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার ফ্যান সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।
advertisement
8/8
এই বিষয়গুলো মাথায় রাখুন: সিলিং ফ্যান পরিষ্কার করতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, বিদ্যুৎ বন্ধ করুন, যাতে বৈদ্যুতিক শক না খেতে হয়। এর পরে, মাথা এবং মুখ একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং তারপরেই ফ্যান পরিষ্কার করুন। এর ফলে ধুলোবালি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হবেন।
এই বিষয়গুলো মাথায় রাখুন: সিলিং ফ্যান পরিষ্কার করতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, বিদ্যুৎ বন্ধ করুন, যাতে বৈদ্যুতিক শক না খেতে হয়। এর পরে, মাথা এবং মুখ একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং তারপরেই ফ্যান পরিষ্কার করুন। এর ফলে ধুলোবালি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হবেন।
advertisement
advertisement
advertisement