Cleaning Tips: বোতলে ভ্যাপসা গন্ধ, ভিতরে শ্যাওলা? ঘরোয়া উপায়ে ১ মিনিটেই হবে নতুনের মতো ঝাঁ চকচকে, রইল ম্যাজিক টিপস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
নিজের ঘর পরিচ্ছন্ন রাখাটা যেমন জরুরি, তেমনই দৈনন্দিন ব্যবহার জিনিসের স্বাস্থ্যবিধিও মেনে চলুন৷ তাই কয়েকটা ঘরোয়া টোটকায় পরিষ্কার করে ফেলুন আপনার ব্যবহারের জলের বোতল৷
advertisement
কিন্তু বোতল বস্তুটি বড় বেশি অপরিষ্কার হয়ে যায়৷ ঘরদোর পরিষ্কারের মধ্যে বোতলের কথা আমরা বেমালুম ভুলে যাই৷ অথচ, বেশিদিন ব্যবহারের ফলে তাতে একটা ভ্যাপসা গন্ধের সৃষ্টি হয়৷ অনেক সময় জলের দাগ পড়ে যায়, তাতে৷ শ্যাওলাও পড়ে যায়৷ তাতে বাইরে থেকে বোতল দেখতে যেমন খুব বিশ্রী লাগে, তেমনই তা অস্বাস্থ্যকরও বটে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement