Banarasi shopping: বিয়ের জন্য় বেনারসি কিনবেন? এই চারটে জিনিস মাথায় রাখুন, না হলেই কিন্তু ঠকে যেতে পারেন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
লহেঙ্গা হোক বা হালফিলের ডিজাইনার শাড়ি, ট্রেন্ডের ভিড়েও এই শাড়িকে মাত দিতে এখনও কেউ পারেনি। তবে এই শাড়ি কেনার আগে এঅই তারটে বিষয়ে মাথায় রাখুন ।
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকেই ট্রেন্ডে গা ভাসিয়ে শাড়ি কেনেন৷ ট্রেন্ড দেখে শাড়ি পছন্দ করা ভাল৷ কিন্তু নিজের শারীরিক গঠন অনুযায়ী কী ধরনের বেনারসিতে মানাবে তাও মাথায় রাখুন৷ আপনার শারীরিক গঠন যদি লম্বা ছিপছিপে হয়, তা হলে ভারী কাজের চওড়া পাড়ের শাড়ি পরতে পারেন৷ কিন্তু আপনার হাইট যদি একটু কম হয়, সেক্ষেত্রে সরু পাড়ওয়ালা শাড়ি বেছে নিন৷