Pregnancy Skin Care : গর্ভাবস্থায় ত্বকে হাজারো সমস্য়া! যত্ন নিতে গিয়ে ভুলেও এই ভুল করবেন না
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Pregnancy Skin Care : মাতৃত্ব এক অদ্ভুত সুন্দর অনুভূতি। চুল এবং ত্বকের একেবারে খারাপ অবস্থা হয়ে যায়।
advertisement
advertisement
গর্ভাবস্থা নারীর শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তনগুলি ত্বকের গঠন এবং স্বাস্থ্যেরও পরিবর্তন ঘটায়। যদিও বেশিরভাগ মহিলা ত্রুটিহীন উজ্জ্বল ত্বক উপভোগ করেন। ত্বকে পিগমেন্টেশন এবং নিস্তেজতা তৈরি হতে পারে। এর জন্য ব্রণ দেখা দিতে পারে, আবার কারুর জন্য ত্বক অত্যন্ত শুষ্ক বোধ করতে পারে। তারজন্য় কিছু বিশেষ খাবার দাবার খাওয়ার প্রয়োজন।
advertisement
শুধুমাত্র নিরাপদ উপাদান ব্য়বহার করা উচিত। লিপবাম ব্যবহার করা উচিত। হাইপোঅ্যালার্জেনিক (অ্যালার্জিক রাসায়নিক ছাড়া) এবং সুগন্ধি-মুক্ত লিপ বাম ব্যবহার করাই ভাল। গর্ভাবস্থায় শুষ্ক ঠোঁট পুনরুদ্ধারে সাহায্য করার জন্য কিছু নিরাপদ এবং প্রাকৃতিক উপাদান রয়েছে যা কেনার আগে লিপ বামের লেবেলে দেখে নেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement