Parenting Tips on Intimacy: 'মা-বাবার বিয়েতে আমি নেই কেন?' আচমকাই 'অস্বস্তিকর' প্রশ্ন বাচ্চার! ভ্যাবাচাকা না খেয়ে জানুন কোন বয়স থেকে যৌনশিক্ষা দেবেন
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Parenting Tips on Intimacy: সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত। তবেই তারা মন খুলে কথা বলবে। সমস্যা, উদ্বেগ এবং প্রশ্নগুলো জানতে পারবেন মা-বাবা।
Parenting Tips: ভারতীয় সমাজে যৌনতা নিয়ে আজও ছুঁৎমার্গ রয়েছে। প্রকাশ্যে এ নিয়ে আলোচনা একপ্রকার ‘নিষিদ্ধ’। ছোটদের সামনে তো একদমই নয়। কিন্তু শিশুমনেও কৌতূহলের অন্ত নেই।
advertisement
Parenting Tips: সবকিছুই তাদের জানতে হবে। বাবা-মার বিয়ের অ্যালবাম দেখে প্রশ্ন করে বসে, ‘এখানে আমি নেই কেন’? তারপর হাত-পা ছড়িয়ে কান্না। ব্যস, এবার ঠেলা সামলাও।
advertisement
Parenting Tips: এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবা-মার গলদঘর্ম অবস্থা। ‘ঠাকুর এসে দিয়ে গিয়েছে’, কিংবা ‘পরি তোকে আমার কোলে দিয়ে গিয়েছিল’ মার্কা উত্তরের বেশি মুখ দিয়ে কিছু বের হয় না।
advertisement
Parenting Tips: এই উত্তরও ধোঁয়াশায় ভরা। শিশুর মন সন্তুষ্ট হয় না। অনেক বাবা-মা আবার উত্তর দেওয়ারও ধার ধারেন না। চোখ পাকিয়ে ‘পেকে যাচ্ছ’ বলে পিঠে দমাদ্দম কিল চড় বসিয়ে দেন।
advertisement
Parenting Tips: এতে হিতে বিপরীত হয়। ছোট শিশু তখন বন্ধুবান্ধবের সঙ্গে এই নিয়ে আলোচনা করে। এতে মাথা বিগড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে কী করা উচিত?
advertisement
Parenting Tips: বন্ধুর মতো মেশা: স্কুলে, পাড়ায় বাচ্চাদের অনেক বন্ধুবান্ধব থাকাটাই স্বাভাবিক। মা-বাবা বন্ধুর জায়গাটা নিতে পারবেন না। কিন্তু বন্ধুর মতো আচরণ করতে পারবেন। সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত। তবেই তারা মন খুলে কথা বলবে। সমস্যা, উদ্বেগ এবং প্রশ্নগুলো জানতে পারবেন মা-বাবা।
advertisement
Parenting Tips: সংক্ষেপে: যৌনতা বা ঋতুচক্র নিয়ে কথা উঠলে, এই সম্পর্কে ধারণা দেওয়া উচিত- লিঙ্গ, ঋতুচক্র এবং মানুষের শারীরিক সমস্যার প্রাথমিক তথ্য। সংক্ষেপে বলতে হবে, কারণ তাঁদের বয়স অল্প। যেমন, গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ছোটবেলাতেই শেখানো উচিত।
advertisement
Parenting Tips: সরাসরি: এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত যে কোনও উত্তর অকপটে দেওয়া উচিত। কারণ এটা স্বাভাবিক। এর মধ্যে বিকৃতি নেই।
advertisement
Parenting Tips: সঠিক তথ্য তুলে ধরাটাই আসল কাজ। যদি সেই মুহূর্তে কোনও প্রশ্নের উত্তর না থাকে বা কীভাবে বলা উচিত বোঝা না যায়, তাহলে সন্তানের কাছ থেকে দু-একদিন সময় চেয়ে নিতে হবে। তারপর ভেবেচিন্তে উত্তর দেওয়া যায়। কিছু জানতে চাওয়ার কারণে বকাবকি বা মারধর করাটা উচিত নয় মোটেই।
advertisement
Parenting Tips: বাচ্চাদের খুব কম বয়সেই কৌতূহলী হওয়ার প্রবণতা সম্পর্কে কথা বলতে গিয়ে যৌনতা শিক্ষাবিদ এবং আনট্যাবু এডুকেশনের প্রতিষ্ঠাতা অঞ্জু কিশের কথা শুনে নিন।
advertisement
Parenting Tips: তিনি বলেন, ‘‘আমরাও ছোটবেলায় সবাই ডাক্তার-ডাক্তার খেলা খেলেছি, যা অন্য মানুষের শরীর সম্পর্কে কৌতূহল ছাড়া কিছুই নয়।’’
advertisement
Parenting Tips: কিশের মতে, নিজেদের ছেলেমেয়েদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আমরা ভয় পাই, কারণ আমাদের মনে হয় যৌনশিক্ষা তাদের সারল্য কেড়ে নেবে। কিন্তু এর ফলেই বিভিন্ন সমস্যা দেখা দেয় তাদের মধ্যে।
advertisement
Parenting Tips: পাঁচ বছর থেকে ১৭-১৮ বছর শিশুদের জন্য বিভিন্ন বয়স-উপযুক্ত যৌন শিক্ষার ক্লাসের কথা উল্লেখ করেছেন। কিশের কথায়, ‘‘যৌন শিক্ষা একটি অত্যন্ত বিশাল ক্ষেত্র।’’
advertisement
Parenting Tips: ‘‘দুর্ভাগ্যবশত আমরা ‘যৌন শিক্ষা’-তে ‘সেক্স’ শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখাই এবং আমরা মনে করি এটি শুধুমাত্র যৌনতা নিয়ে কথা বলছে। কিন্তু এটি সত্য নয়।”
advertisement