How Much Coconut Water Per Day: গরম বলেই ঘন ঘন ডাবের জল খাচ্ছেন! প্রতিদিন কতবার এই জল পান করা উচিত জানুন, বেশি খেলেই...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
How Much Coconut Water Per Day: নারকেল জল শরীরের জন্য উপকারী হলেও দিনে মাত্রাতিরিক্ত খেলে হতে পারে পটাশিয়ামের ভারসাম্যহীনতা, যা হৃদস্পন্দন বা পেশিতে প্রভাব ফেলতে পারে। প্রতিদিন ১-২ গ্লাসই যথেষ্ট বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা...
advertisement
নয়ডার ‘ডায়েট মন্ত্রা ক্লিনিক’-এর ডায়েটিশিয়ান কামিনী সিনহা জানাচ্ছেন, “প্রতিদিন ১-২ গ্লাস নারকেল জল শরীরের পক্ষে যথেষ্ট। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও ফাইবার থাকে, যা প্রাকৃতিক এনার্জি ড্রিংক হিসেবে কাজ করে।” তবে তার মতে, “দিনে ৩-৪ গ্লাসের বেশি খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে হার্ট রেটের সমস্যা বা পেশির দুর্বলতা দেখা দিতে পারে।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement