হাসপাতালের বিছানা সাদা হয়, এ তো আমরা সবাই জানি৷ কিন্তু কী কারণে এই সাদা বিছানার চল রয়েছে তা কি জানেন? এর পিছনে রয়েছে একাধিক কারণ৷ প্রথম কারণ পরিচ্ছন্নতা৷ চাদর সাদা হলে তাতে সামান্য ময়লা হলেই বোঝা যাবে৷ ফলে তাা সহজে চিহ্নিতও করা যাবে৷ রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বা অন্য কোনও তরল নিঃসৃত হলে তা তৎক্ষণাৎ চোখে পড়বে এবং চিকিৎসায় সুবিধা হবে৷ মনে করা হয়, বিছানার চাদর সাদা হলে ,তাতে রোগীর মানসিক স্বাস্থ্য ভাল থাকে৷ সাদা রং আলোর প্রতিফলন ঘটায়৷ সাদা রংয়ে একটা ইতিবাচক শক্তি গোটা ঘরে বিরাজ করে৷