Tips and Tricks from Rachana Banerjee: তীব্র গরমের সুস্থ থাকার 'সহজ তবে গুরুত্বপূর্ণ' টিপস দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
দিদি নম্বর ওয়ান বলেন, ঘর থেকে কম বেরোলে ভাল হয়।প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই।জল বেশি করে খাওয়া,তেল ঝাল মশলাদার খাবার চলবে না।
গ্রীষ্মের গরমে হাঁসফাঁস অবস্থা। দিনের বেলায় বাইরে থাকা দায়। যাদের বেরোতে হচ্ছে বাধ্য হয়ে তারা ঘেমে নেয়ে একসা হচ্ছেন। অস্বস্তি কাটছে না। মাঝে মধ্যে হালকা মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা নেই। এরকম অস্বস্তিকর অবস্থা আর কতদিন চলবে তার পূর্বাভাস আবহাওয়া দফতর এখনও দেয়নি। তাই যতদিন না বৃষ্টি হয়,আবহাওয়ার পরিবর্তন হয় ।দাবদাহ কমে। ততদিন সাবধানতা নেওয়া প্রয়োজন। (রাহী হালদার )
advertisement
advertisement
advertisement
advertisement









