Honey With Warm Water ALERT: সকাল সকাল গরম জলে মধু মিশিয়ে খান? চরম ক্ষতি করছেন না তো শরীরের? জানুন আয়ুর্বেদ যা বলছে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
oney With Warm Water ALERT: অনেকে গরম জলে বা চায়ে মধু মিশিয়ে পান করতে অভ্যস্ত। অনেকের মতে শরীর তাজা হয়, ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে। কিন্তু সত্যি কি তাই?
advertisement
advertisement
advertisement
গরম জলে মধু খাওয়া উচিত নয় কেন? ঘুম থেকে উঠে আমরা অনেকে গরম জলে বা চায়ে মধু মিশিয়ে পান করতে অভ্যস্ত। অনেকের মতে শরীর তাজা হয়, ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে। তবে এই ধারণাটি একদম ভুল বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ। যদি আপনারও প্রতিদিনের এই অভ্যাস থাকে, তবে আজই তা বন্ধ করে দিন। আয়ুর্বেদ চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, এভাবে আপনি যা পান করছেন তা আসলে বিষ।
advertisement
প্রতিদিনের স্বাস্থ্য কথা ভেবে আপনি যা পান করছেন তা আসলে বিষ। তাই সকালে গরম জলে মধু খাওয়ার আগে এই প্রতিবেদনটি পড়ে নিন। অনেকেই জানেন না যে মধু কখনও গরম কিংবা রান্নায় ব্যবহার করা উচিত নয়। আয়ুর্বেদ শাস্ত্র এই বিষয়টিকে কখনও সমর্থন করে না। সোজা কথায় বলতে গেলে, মধু এমনিতেই গরম তাপ আকারে মধু খেলে শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না।