সিজন চেঞ্জে ঠান্ডা লেগে বাচ্চা কষ্ট পেলে হাতের কাছে এই টোটকাগুলির কথা মনে রাখুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Common Cold: মনে রাখুন কিছু ঘরোয়া টোটকার কথাও৷ এতে বাচ্চার সহজে ঠান্ডা লাগবে না৷ ঠান্ডা লাগলেও সেরে যাবে৷
সিজন চেঞ্জ বা মরশুম পরিবর্তনে সবথেকে বেশি প্রভাবিত হয় শিশুরা৷ কালীপুজোর পর ভাইফোঁটার সময় থেকেই বাতাসে হেমন্তের পরশ অনুভব করা যায়৷ কিন্তু তাই বলে তো আর বাচ্চাদের ঘরে বসিয়ে রাখা যায় না৷ বরং ঘরে বসে থাকলে বাচ্চারা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে৷ তাই বাচ্চারা স্কুলে যাবে৷ মাঠে খেলাধূলাও করবে৷ কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে৷ তা সত্ত্বেও বাচ্চার ঠান্ডা লাগতেই পারে৷ সেরে ওঠার জন্য চিকিৎসকের ওষুধ তো থাকবেই৷ সঙ্গে মনে রাখুন কিছু ঘরোয়া টোটকার কথাও৷ এতে বাচ্চার সহজে ঠান্ডা লাগবে না৷ ঠান্ডা লাগলেও সেরে যাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement