Dark Circle Removel Tips: হাতের কাছেই 'ম্যাজিক' উপাদান! চোখের তলার কালি উবে যাবে নিমেষে, মুখ হবে নিটোল, সুন্দর!
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Skin Care Tips: এই দুটি পথ এর মধ্যে যেকোনো একটি আপনার চোখে তলায় ব্যবহার করলে চোখ থেকে নিমিষে মুছে যাবে কালো দাগ
advertisement
advertisement
advertisement
আপনি কফি থেকে তৈরি প্যাক দিয়ে ডার্ক সার্কেল কমাতে পারেনকফি এবং ভিটামিন ই আই মাস্কএই প্যাকটি তৈরি করতে আপনার প্রয়োজন এক চামচ কফি, এক চামচ মধু এবং একটি ভিটামিন-ই ক্যাপসুল । একটি পাত্রে কফি এবং মধু যোগ করুন ৷ একটি পেস্ট তৈরি করতে এগুলি একসঙ্গে মিশিয়ে নিন । ভিটামিন-ই ক্যাপসুল কেটে এই মিশ্রণে মেশান । এই মাস্কটি ভাল করে চোখের নীচে লাগান । মাস্কটি প্রায় 10 মিনিটের জন্য শুকিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি লাগান ।
advertisement
এছাড়াও কফি এবং অ্যাভোকাডো তেল মাস্ক প্রথমে একটি পাত্রে হাফ কাপ কফি ঢেলে দিন । এবার এতে বাদামের তেল দিন এবং ৪ থেকে ৫ দিন রেখে দিন । পাঁচ দিন পর, তেলটি ফিল্টার করুন এবং এতে এক টেবিল চামচ অ্যাভোকাডো তেল যোগ করুন । এই তেলটি ফিল্টার করে একটি ছোট কাচের পাত্রে রাখুন । ঘুমানোর আগে প্রতিদিন এই মিশ্রণটি লাগান ।
advertisement







