Beauty Home Remedy: ঝলমলে, উজ্বল, কাচের মতো ত্বক! ঘরোয়া উপায়ে এই ভাবে দূর করুন মুখের অবাঞ্ছিত রোম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Beauty Home Remedy: ঘরোয়া ও আয়ুর্বেদিক উপায়। প্রাচীন কাল থেকে এই উপায়গুলিতেও সহজেই ব্যথাবিহীন রোম মুক্তি হয়ে আসছে।
মেয়েদের ত্বকের নানা সমস্যার মধ্যে একটি হল মুখের অবাঞ্ছিত রোম। অনেক মেয়ের মুখের ঔজ্বল্য কমে যায় অবাঞ্ছিত রোমের আধিক্যের জন্য। এটি অনেকেই পছন্দ করেন না।
advertisement
আর সেইজন্য ছুটতে হয় পার্লার। আশ্রয় নিতে হয় থ্রেডিং বা ওয়াক্সিং এর মতো পদ্ধতির। যা খুব আরামদায়ক নয়। কিন্তু সৌন্দর্যের খাতিরে মেনেও নিতে হয়।
advertisement
কারণে অতিরিক্ত রোম মুখের ত্বকে থাকলে মেকআপ ঠিকভাবে বসে না। কারও হয়ত ব্লেন্ডিং করতে সমস্যা হয়, কারও মুখে আবার অতিরিক্ত ঘামের সমস্যা হয়। তাই মুখের রোম তারা দূর করতে চান।
advertisement
মুখের রোম দূর করার জন্য অনেকে আবার বেছে নেন লেজার ট্রিটমেন্ট। তাতে সাময়িক মুক্তি মিললেও সমস্যা কিন্তু পুরোপুরি দূর হয় না। বরং অনেকক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্বকে লেজার ট্রিটমেন্ট নিলে কিছুদিন পর ত্বকে দাগ পড়তে শুরু করে। ওয়াক্সিং করলে পুড়ে যায় রোমের গোড়া।
advertisement
এই সব ঝামেলা দূর করতেই বেছে নিতে পারেন কিছু ঘরোয়া ও আয়ুর্বেদিক উপায়। প্রাচীন কাল থেকে এই উপায়গুলিতেও সহজেই ব্যথাবিহীন রোম মুক্তি হয়ে আসছে।
advertisement
যেমন পেঁপে ও হলুদের ব্যবহার : পাকা পেঁপের কয়েক টুকরো কেটে হাত দিয়ে চটকে তার সঙ্গে মেশান আধা চা চামচ হলুদ। এটি মুখে মেখে অপেক্ষা করুন মিনিট দশেক। এরপর ভাল ভাবে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলেই ফল পাবেন।
advertisement
ডিম ও কর্ন স্টার্চের মিশ্রণ : এক চা চামচ কর্ন স্টার্চ ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভাল ভাবে মুখে লাগিয়ে নিন। তবে এটি আপনার ত্বকের জন্যও দারুণ ভাল। ত্বকে জমে থাকা মৃত কোষ ও লোম তুলতে কাজ করবে এটি।
advertisement
দুধ ও জেলোটিনের ব্যবহার : প্রথমে এক টেবিল চামচ জেলোটিন ও তিন টেবিল চামচ দুধ নিন। এরপর তার সঙ্গে মেশান আধা চা চামচ লেবুর রস। এরপর মিশ্রণটি গরম করে নিন। নামিয়ে ঠান্ডা হতে দিন।
advertisement
ঠান্ডা হলে একটু পুরু করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধীরে ধীরে টেনে তুলুন। এতে মুখ পরিষ্কার হবে, ত্বকও সুন্দর থাকবে।
advertisement