Home » Photo » life-style » Mosquito Bites: সন্তানকে মশার কামড় থেকে নিরাপদে রাখতে ব্যবহার করুন এই সহজ ঘরোয়া টোটকাগুলি
Mosquito Bites: সন্তানকে মশার কামড় থেকে নিরাপদে রাখতে ব্যবহার করুন এই সহজ ঘরোয়া টোটকাগুলি
বর্ষা এবং বসন্তকালে মশার সমস্যা বেড়ে যায় ক্রান্তীয় উষ্ণ দেশে৷ বাচ্চারা সহজেই মশার কামড়ের শিকার হয়ে পড়ে৷ (Home remedies to keep your child away from mosquito bites)
মরশুম পরিবর্তনের সময়কার বড় সমস্যা হল মশার উপদ্রব বেড়ে যাওয়া৷ বর্ষা এবং বসন্তকালে মশার সমস্যা বেড়ে যায় ক্রান্তীয় উষ্ণ দেশে৷ বাচ্চারা সহজেই মশার কামড়ের শিকার হয়ে পড়ে৷ (Home remedies to keep your child away from mosquito bites)
2/ 6
অনেকেই বাজারচলতি মশকনিরোধক ক্রিম ব্যবহার করেন বাচ্চাদের মশার আক্রমণের হাত থেকে বাঁচাতে৷ তবে এই সমস্যার সমাধান হিসেবে আছে কিছু ঘরোয়া টোটকাও৷
3/ 6
সন্তানকে মশার আক্রমণের হাত থেকে বাঁচাতে সবার আগে বাড়ি ও তার চারপাশে মশার বংশবিস্তার রোধ করুন৷ পারিপার্শ্বিক পরিষ্কার রাখুন এবং জল জমে থাকা বন্ধু করুন৷
4/ 6
তুলসিপাতার গন্ধে মশা দূরে থাকে৷ তাই বাচ্চার গায়ে তুলিসপাতার রস লাগিয়ে দিন৷ মশা ওদের ধারেকাছে ঘেঁষবে না৷ জানালার পাশে রেখে দিন কিছু তুলসিপাতা৷ এর গন্ধে মশার উপদ্রব কমবে৷
5/ 6
লেমন গ্রাসে একটা মিষ্টি লেবুজাতীয় গন্ধ আছে৷ এই সাইট্রাসি সুবাস মশার কামড় থেকে শরীরকে রক্ষা করে৷ সিট্রোনেলার সঙ্গে মেশানো হলে আরও বেশি কার্যকর হয় লেমনগ্রাস৷
6/ 6
নিমের অসংখ্য গুণের মধ্যে অন্যতম হল এর নির্যাস মশানিরোধক৷ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন নিমেপাতার রস৷ এই মিশ্রণ শরীরে লাগিয়ে রাখলে মশার আক্রমণ এড়ানো যায়৷