গরমের দাবদাহ যেন ত্বকের নিশ্চিত শত্রু! সূর্যের তেজে ত্বক শুষ্ক, প্রাণহীন আর নির্জীব হয়ে যায়। তার চেয়েও বড় সমস্যা হল রোদে পুড়ে ট্যানড হওয়া। কারণ এই ট্যানিং তুলতে বেশ খানিকটা টাকা খরচ করতে হয়। তবে এখন আর সেই সব সমস্যা রইল না। কারণ এবার থেকে ঘরোয়া উপায়েই পাওয়া যাবে ট্যানিং থেকে মুক্তি।