আরশোলার (Cockroaches) সমস্যা নেই, এরকম বাড়ি খুঁজে পাওয়া বিরল ৷ রান্নাঘর, বাথরুম-সহ আপনার পুরো বাড়ি ঝকঝকে তকতকে হওয়ার পরও ঠিক কোনও না কোনও কোণ থেকে উঁকি দেয় আরশোলার শুঁড় ৷ ভয়, বিরক্তি, ঘেন্নার পাশাপাশি স্বাস্থ্যের জন্যেও আরশোলার উপদ্রব বিপজ্জনক (Harmful Cockroaches) ৷ আরশোলার থেকে খাদ্যে সংক্রমণ (Food Poisoning) হওয়ার আশঙ্কা খুবই থাকে ৷ তবে বাড়িময় এই পতঙ্গের উপদ্রব কমাতে ব্যবহার করতেই পারেন কিছু ঘরোয়া টোটকা ৷ রান্নাঘর ও বাথরুমের কোণায় বেকিং সোডা ছড়িয়ে দিলে আরশোলার উপদ্রব অনেকটাই কমবে ৷ বেকিং সোডার গন্ধ সহ্য করতে পারে না আরশোলা ৷ বাড়ির যেখানে যেখানে জল বার হওয়ার পথ আছে, সেখানে ছড়িয়ে দিন জল ও বেকিং সোডার মিশ্রণ ৷ এক কাপ ঈষদুষ্ণ জলে মেশান দু’ চামচ বেকিং সোডা ৷ তার পর ওই মিশ্রণ ছড়িয়ে দিন নর্দমা ও অন্যান্য ওয়াটার আউটলেটের চারপাশে ৷ রান্নাঘরের সিঙ্ক, বাথরুমের নর্দমায় ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড ৷ এর গন্ধও আরশোলাদের কাছে অসহনীয় ৷ বোরিক অ্যাসিডের গন্ধে আরশোলা পালাবে ৷ সমপরিমাণ জল ও ভিনিগারের একটা মিশ্রণ তৈরি করুন ৷ তার পর সেটি ছড়িয়ে দিন বাড়ির আরশোলা উপদ্রুত জায়গায় ৷ ফল হবে ম্যাজিকের মতো ৷ গরম জলে বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণও ঢেলে দিতে পারেন নর্দমায়৷ তাহলেও আরশোলার বাড়বাড়ন্ত কমবে ৷ এই ঘরোয়া টোটকাগুলির সঙ্গে রান্নাঘর-সহ বাড়ির বিভিন্ন অংশ পরিষ্কার রাখতে ভুলবেন না ৷ কারণ খাবার না থাকলে আরশোলাও আসবে না ৷ রান্না করা খাবার সব সময় ঢেকে রাখুন ৷ রান্নার পরে গ্যাসের আভেন খুব ভাল করে মুছে রাখুন ৷