Home remedies : আঁচিল হলে সাহায্য নিন এই ঘরোয়া টোটকাগুলির! ফল পেতে পারেন সহজেই

Last Updated:
Home remedies : ছোট আঁচিলের জন্য আগেই ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।
1/7
মুখে আঁচিল হলে সৌন্দর্যটাই মাটি। মুখ যতই সুন্দর হোক আঁচিল যদি একটা হয় তাহলে চোখ সেদিকেই চলে যায়। তবে এই সমস্যা ঘরে ঘরে দেখা যায়। ছোট আঁচিলের জন্য আগেই ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। দেখে নেওয়া যাক কী কী ঘরোয়া টোটকা আছে আঁচিলের জন্য।
মুখে আঁচিল হলে সৌন্দর্যটাই মাটি। মুখ যতই সুন্দর হোক আঁচিল যদি একটা হয় তাহলে চোখ সেদিকেই চলে যায়। তবে এই সমস্যা ঘরে ঘরে দেখা যায়। ছোট আঁচিলের জন্য আগেই ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। দেখে নেওয়া যাক কী কী ঘরোয়া টোটকা আছে আঁচিলের জন্য।
advertisement
2/7
অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে সমান পরিমাণে জল মেশান। এরপরে একটু তুলো এই মিশ্রণে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপরে লাগান। এবার সেটি একটি ব্যান্ডেজ দিয়ে আটকে দিন। তিন চার ঘণ্টা এমনই রেখে দিন।
অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে সমান পরিমাণে জল মেশান। এরপরে একটু তুলো এই মিশ্রণে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপরে লাগান। এবার সেটি একটি ব্যান্ডেজ দিয়ে আটকে দিন। তিন চার ঘণ্টা এমনই রেখে দিন।
advertisement
3/7
কলার খোসার একটা টুকরো আঁচিলের উপরে লাগিয়ে তার উপরে টেপ দিয়ে এঁটে দিন। ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিন। পরের দিন সকালে উঠে খুলে ফেলুন। এই টোটকা রোজ ব্য়বহার করতে পারেন।
কলার খোসার একটা টুকরো আঁচিলের উপরে লাগিয়ে তার উপরে টেপ দিয়ে এঁটে দিন। ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিন। পরের দিন সকালে উঠে খুলে ফেলুন। এই টোটকা রোজ ব্য়বহার করতে পারেন।
advertisement
4/7
নিয়মিত রসুনের রস লাগাতে পারেন আঁচিলের উপরে। অথবার লবঙ্গ গুঁড়ো করে জলের সঙ্গে মেশান। মিশ্রণ লাগিয়ে টেপ এঁটে দিন। কিছুক্ষণ রেখে তুলে ফেলুন।
নিয়মিত রসুনের রস লাগাতে পারেন আঁচিলের উপরে। অথবার লবঙ্গ গুঁড়ো করে জলের সঙ্গে মেশান। মিশ্রণ লাগিয়ে টেপ এঁটে দিন। কিছুক্ষণ রেখে তুলে ফেলুন।
advertisement
5/7
কমলালেবুর খোসা একটি ভালো টোটকা এর জন্য। কমলা লেবুর খোসা আঁচিলের উপর আলতো হাতে ঘসলে উপকার পেতে পারেন।
কমলালেবুর খোসা একটি ভালো টোটকা এর জন্য। কমলা লেবুর খোসা আঁচিলের উপর আলতো হাতে ঘসলে উপকার পেতে পারেন।
advertisement
6/7
আনারসের রস আঁচিলের উপর লাগাতে পারেন নিয়মিত।
আনারসের রস আঁচিলের উপর লাগাতে পারেন নিয়মিত।
advertisement
7/7
আলু টুকরো করে কেটে নিন। একটি টুকরো হালকা করে ঘসতে থাকুন। আলুর রস ভালো করে আঁচিলে লাগছে কি না দেখুন।
আলু টুকরো করে কেটে নিন। একটি টুকরো হালকা করে ঘসতে থাকুন। আলুর রস ভালো করে আঁচিলে লাগছে কি না দেখুন।
advertisement
advertisement
advertisement