গরম কালে পায়ের ঘাম ও দুর্গন্ধ থেকে বাঁচতে আমরা সবাই প্রাই খোলা জুতো পরে থাকি। কিন্তু এই পা খোলা জুতো পরলে রয়েছে এক সমস্যা, রোদে পা পুড়ে ট্যান। তাই বলে তো আর সৌন্দর্যের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। গরমে পা কে পরিষ্কার রাকতে ভরসা রাখুন প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি ঘরোয়া স্ক্রাবের উপর। জেনে নিন কী ভাবে বানাবেন এই ফুটস্ক্রাব।