শীতের রুক্ষতায় ত্বক থাক কমনীয়! জেনে নিন এক দিনেই কোন ঘরোয়া পদ্ধতি ত্বকে জেল্লা আনবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নিয়মিত বেশি করে জল পান করার অভ্যেস গড়ে তুলুন
শিয়রে শীত। আর শীতের আগমন মানেই রুক্ষ ত্বক। ফাটা ঠোঁট, বিবর্ণ ত্বক থেকে শুরু করে নানা ধরনের সমস্যা। ঠাণ্ডার ভয়ে আমরা অনেক সময়েই গরম জলে স্নান করি। শুধু তাই নয়, অনেকেই এই সময়ে দেদার রোদ পোহান কিংবা আগুনের সামনে বসে থাকতে ভালোবাসেন। কিন্তু এতেই যে ত্বকের কতটা ক্ষতি হতে পারে, তা বোধহয় অনেকেরই অজানা। তবে আপনার রোজকার ত্বক পরিচর্যার রুটিনে বেশ কিছু অভ্যেস যোগ করলেই আপনি পেতে পারেন জেল্লাদার ও মোলায়েম ত্বক।
advertisement
বাইরে থেকে ত্বক পরিচর্যা করার আগে জরুরি ভিতর থেকে শরীরের যত্ন নেওয়া। শীতে শরীরে জলের চাহিদা বিশেষ থাকে না। তাই অনেকেই এই সময়ে জল খাওয়া কমিয়ে দেন। তার ফলে ত্বক রুক্ষ হয়ে পড়ে। তাই, সবার প্রথমে নিয়মিত বেশি করে জল পান করার অভ্যেস গড়ে তুলুন। দেখবেন, ত্বকের রুক্ষ্মভাব কেটে গিয়ে অনেকটাই সতেজ মনে হচ্ছে।
advertisement
advertisement
কেশর আর দুধের ফেসপ্যাক - ২ থেকে ৩টি কেশর নিয়ে ৩ থেকে ৪ চামচ ঠাণ্ডা দুধে সেগুলো মিশিয়ে ৩০ মিনিট রাখতে হবে। এ বার সেই দুধ মুখে মাখতে হবে। মুখ শুকিয়ে গেলে ফের বার দু'য়েক আবার মুখে দুধ লাগিয়ে নিতে হবে। এ বার ঘণ্টাখানেক এই মিশ্রণ মুখে মেখে রেখে দিতে হবে। ঠাণ্ডা জলে ধুয়ে ফেলে মুখ একটা তোয়ালে দিয়ে মুছতে হবে।
advertisement
advertisement
advertisement